রবিউল হুসাইন
প্রকৃতির শিক্ষায় শিক্ষিত
ওরা অক্ষরজ্ঞান ছাড়াই
অভিজ্ঞতার বৈদগ্ধে উন্নত
ব্যক্তিক উৎকর্ষতায়
ওরাই এখন প্রজ্ঞাবান
জিজ্ঞাসু পরিপূর্ণ
ধর্মতলার অতলে ম্লান
নিগূঢ়তা অসম্পূর্ণ
ধর্মান্ধের তীব্র নেশায়
জলসাপ সব নড়ে
জংলিফুলের কৃষ্ণছায়ায়
জলপরীরা ওড়ে
ধর্মজলে খুব আবেগে
সন্তরণ করে
হঠাৎ আমি উঠি জেগে
অনেক দিনের পরে
তখন বিলম্বকাল
সময় তমোময়
সবকিছু সমান্তরাল
অকূল অসময়
সেই 888sport apkহীন কালে দুঃসহ
ধর্মস্রোতে ঘুরি
অম্লজানশূন্যতাসহ
মোট দুইবার মরি
স্বয়ংক্রিয় প্রযুক্তির বৈদ্যুতিন যান
মহাশূন্যের ক্রমোস্ফীতি স্বতঃস্ফূর্ত
অগ্র888sport apkই অনিঃশেষ স্বপ্নবান
ঈশ্বরহীন অসীমতায় ব্রহ্মান্ড অবিমূর্ত

Leave a Reply
You must be logged in to post a comment.