অনার্য রাখাল

এই তো আমি উঠে দাঁড়ালাম শাস্ত্রবিরোধী এক অনার্য রাখাল

চরের যুবকেরাও পার হয় নদী দেখে নিয়ে মুখোশের অন্ধদেয়াল।

দ্যাখো – কাস্তের ধারে আছড়ে পড়ে গোটা গোটা সবজি, ফসলের দেহ

কালোদের উৎসবে বাজে জ্যোৎস্নার তালি, নড়ে ওঠে শ্রমের উজ্জ্বল গৃহ।

আর্যের মন্ত্র বড্ড ধাঁধা, দূষিত লাভার মতো সহজেই পড়ে নুয়ে

ভূগোলের মাটি আনে ফসলের ধুমরোদে পোড়া সাম্যের ইতিহাস ছুঁয়ে।

আমাদের দেবতা শ্রমে রচনা মমতার মিথে গড়া ফসলের গান

আমাদের 888sport live chat কাস্তে-লাঙল আর বাহুর তুলিতে দেওয়া টান।

এই তো আমি উঠছি জেগে ভেঙে ফেলে জটায়ুর নীরবতাকাল

বকনা বাছুরের ডাক শুনে শুনে গাভীর ওলানে জাগে দুগ্ধসকাল।