অনিবেদিত প্রেম

দাও তোমার অগ্রন্থিত সমস্ত 888sport app download apk – জোনাকির ম্লান আলোয় পড়ে ফেলি আমাকে লেখা তোমার যাবতীয় বসন্তবাসনা –

আমাকে শোনাও তোমার অপ্রকাশিত 888sport app download apkসমগ্র – যার প্রতিটি পঙ্ক্তি তোমারই হৃদয়ের যথার্থ 888sport app download apk latest version – প্রতিটি উপমান একেকটি বাঁশপাতার চেয়েও দামি – ঘাসের ডগায় চিকচিক করা একবিন্দু শিশিরের চেয়েও ভারী, প্রকাণ্ড –

মনে পড়ে হ্রস্ব দিন, ভাবতীর্থের দিঘি – মনে পড়ে আহত জারুল, কেতকীর ফুলে ভাসা জলের বিছানা – আমাকে কি শোনাতে পারো মিথিলা নগরে গীত বৈষ্ণব পদাবলি, রৌদ্রদগ্ধ চড়কের গান – দেখাতে কি পারো জলসত্রতলা, আরাবল্লি পাহাড়ের কোল ঘেঁষে ডুবে যাওয়া সূর্যের আভা – নাকি, এই উত্তুঙ্গ পুঁজিবাদের যুগে প্রেম, সে-ও পণ্যে পর্যবসিত আজ –

দাও। দাও তোমার অনিবেদিত প্রেম – আমি চুমুকে চুমুকে আকণ্ঠ পান করি –