অন্য অসম্ভবে

পোড়াতে চাও হৃদয় ভরানদী

আগুন নেই কীভাবে তবু জ্বালো

একদা ছিলে চারু 888sport live chatামোদী

এখন কেনো বাতাসে নুন ঢালো

এখন কেন পাথর এতো প্রিয়

গাছের প্রেমে তখন ছিলে গোপী

পারলে সেই পাতার খোঁজ নিও

যেমন নিতে কদাচ যদ্যপি

আগুন এতো সস্তা কবে হলো

যখন খুশি পোড়াও মনভূমি

নদীর চোখ করলে ছলো ছলো

প্রার্থনায় বসতে কেন তুমি

দেখছো কত যুদ্ধে পোড়া শিশু

আগুন চোখে তাকায় মহামারি 

888sport cricket BPL rate সালে লক্ষ কোটি যিশু

ক্রুশের পরে শুয়েছে সারি সারি

কোথাও কোনো কান্নাকথা নেই 

ঘুঘুর ডাকে দুপুর চিতাকাঠ

বলতে চাই বলার জন্যেই

এসেছি আজ পেরিয়ে ধুধু মাঠ

পোড়াতে চাও পোড়াও সন্ত্রাস 

বারুদভরা বিমান যত আছে

দস্যুদের যেখানে বসবাস

আগুন ধরো তাদের খুব কাছে

সামান্য এ-কবির ভালোবাসা

পুড়িয়ে বলো কতটা লাভ হবে

দেখবে শুধু অধুনা এক চাষা

ভাগ্য গোনে অন্য অসম্ভবে