চন্দ্রিমা দত্ত
নদীরা বন্ধু বলে নদী হবো-ই
এমত বিশ্বাসী নই আমি
আমি আমার মতো বন্ধুকে
আলো বলে জানি
কিছু বন্ধু না-আলো, না-অন্ধকার
তাদের থেকে দূরত্ব রেখে
এ জন্ম আলোকিত করি
888sport app download apkর সাথে।
নদী আমার গহন-সই
গঙ্গা অনুগামী
গঙ্গার বুকে জল ডায়েরি
লিখেছি আমি ও কবি।
নদীরা বন্ধু বলে, চরাচরে সোনার ইতিহাস,
মানুষ সোনার খনি
খনন করি, আবিষ্কার করেছি –
যুদ্ধ, প্রেম, পরকীয়ার
অনবদ্য দলিল, নীল জাহাজ
মানুষের বেঁচে থাকা
যূথবদ্ধ অথবা একক
নদীরা তার সাক্ষী।
অন্য এক জন্মের মীনকন্যা আমি, এজন্মে
পরিব্রাজক মানুষী
পাথরযুক্ত পথ, নদী তাই পাশে থাকে
মাঝে মাঝে জলের বাথানে
আমিও নদী ফুল হয়ে ফুটি।

Leave a Reply
You must be logged in to post a comment.