অসমাপ্ত 888sport app download apk

সোহরাব পাশা

 

মৃত্যু এক অসমাপ্ত 888sport live chat

 

স্বপ্নশূন্য ফেরারি জীবন

আলোর শেকড় ছেঁড়া

দীর্ঘ অন্ধকারে মার্ক্সের বণ্টনসূচি

চশমায় ঘনীভূত মেঘ, দাপাদাপি

কুয়াশার

খোয়া যায় কারো শেষ পাড়ানির কড়ি,

মেঘলা দুপুর কাঁপে শঙ্কিত আলোকে

নীলকণ্ঠ পাখি তিন সন্ধের পরেও

ফেরে না, দূর অনন্তে ওড়ে;

 

নিরপেক্ষ অন্য পক্ষে শুদ্ধ পক্ষপাত

দুঃখেরা জন্মান্ধ চিরকাল

আর্তনাদে ব্যবহৃত হয় মানুষের মধ্যবর্তী

লোভ, তৈরি করে উন্মাদ-মৃত্যুর করুণ কোলাজ,

আগুনের খোলা ঝাঁপি তার নিঃস্ব বুকে,

তৃষ্ণার ভেতর কাঁপে অমারাত্রির বিষণ্ণ ঢেউ

অন্ধ, তবু স্বপ্ন হারাতে চায় না কেউ;

 

যে-গল্পের শেষ নেই, শুরু তার অন্ধ অন্ধকারে

অজস্র 888sport sign up bonusর বোবাকান্নার আরণ্যক জীবন

ফিরে যায় একা অচেনা নির্জন পথে,

মুছে যায় তার প্রণয়-হাসির ছোট ছোট দাগ,

অপ্রাপ্তির গোপন বাসনা।