আগুননদী

সোহরাব পাশা

শূন্যতার কোনো শুদ্ধ 888sport app download apk latest version নেই

যখন মেঘলা সন্ধে নামে ছায়া পড়ে

পাতার ওপর লাল ফুলের ওপর

তোমার মুখ আরো রঙিন হয়ে ওঠে –

অনেক বসন্তের নিবিড় আলোপড়া

সেই মুখ

তোমার বাড়ি যাওয়ার কোনো পথ নেই

সব পথ সব মানুষের ব্যবহারযোগ্য নয়

কোথাও কোনো স্টেশন নেই নেমে যাওয়ার

তোমার অপেক্ষমাণ জানালার মুখে।

গোপন 888sport sign up bonusর রাফখাতা ওড়ে-দূরে

আঙিনায় চাঁপাফুলের উতল হাওয়া

চোখের জলের জ্যোৎস্না হাসি

শরীরের ঘ্রাণে মুখর কী যে বিহ্বলতা

লালগোলাপের আড়ালে হাসছো তুমি – অন্যপাশে

তীব্র আগুনের দীর্ঘনদী