মৃণাল বসুচৌধুরী
তোমার প্রশ্রয়ে
যখন অলস মেঘ
আকাশরেখার পাশে জমে থাকা
স্বপ্নকণা ছুঁয়ে
নেমে আসে আমাদের
আয়ুহীন চোখে
যখন নিসর্গ থেকে
বিন্দু বিন্দু সুখ নিয়ে
উড়ন্ত পায়রাগুলো
নেমে আসে
অন্ধকার ছাদে
পরিশ্রান্ত বিমর্ষ শরীরে
যখন বৃষ্টির শব্দ
ছদ্মবেশী মারীচের তীব্র ছোটাছুটি
নির্জন দালান জুড়ে পাখির পালক
888sport sign up bonusজলে অভিমানী ম্লান
যখন আপসহীন
বিষণ্ন কপালজুড়ে বালিয়াড়ি
মরুঝড়
অলীক কুসুম
তখনই আমার জন্য
মোমবাতি উ ড়ো খ ই
বিষণ্ন চিবুক
তখনই আমার জন্য
পুষ্পরথ
অলৌকিক আনন্দউড়ান

Leave a Reply
You must be logged in to post a comment.