আবুল হাসনাত স্মারক বক্তৃতা

কালি ও কলমের প্রতিষ্ঠাকাল থেকে পত্রিকাটির সম্পাদকের দায়িত্ব পালন করেছেন আবুল হাসনাত। তিনি ছিলেন একাধারে কবি, কথা888sport live footballিক, প্রাবন্ধিক, চিত্র-সমালোচক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, প্রগতিচিন্তার নিরলস বাহক ও সর্বোপরি একজন সফল সম্পাদক। ২০২০ সালের ১ নভেম্বর অনন্তের পথে পাড়ি জমিয়েছেন এই বিরলপ্রজ ব্যক্তিত্ব।

এদেশের 888sport live footballের পরিচর্যার পাশাপাশি প্রগতিশীল আন্দোলন-সংগ্রামে তাঁর ভূমিকা ছিল বিস্তৃত। বিশেষত গত শতাব্দীর ষাটের দশকে এবং 888sport appsের মুক্তিসংগ্রামে তিনি নানাভাবে অবদান রেখেছেন। তাঁর 888sport sign up bonusর প্রতি 888sport apk download apk latest version জ্ঞাপন করে বেঙ্গল ফাউন্ডেশন আয়োজন করেছে ‘আবুল হাসনাত স্মারক বক্তৃতা’। এতে মূল বক্তব্য রাখবেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, প্রাবন্ধিক ও প্রকাশক মফিদুল হক। আলোচনায় অংশ নেবেন দৈনিক প্রথম আলো সম্পাদক মতিউর রহমান এবং রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সৈয়দ মোহাম্মদ শাহেদ।

আগামী ২৯ জুলাই ২০২২, শুক্রবার, বিকেল ৫টায় বেঙ্গল 888sport live chatালয়ে আবুল হাসনাত স্মারক বক্তৃতা আয়োজন করা হয়েছে।

আপনি সবান্ধব আমন্ত্রিত।

Published :