আমাকে সন্তান করো। টেনে নাও বুকের নিকট
ঠোঁট রাখো গালে ও কপালে।
চোখ স্নিগ্ধ করে দাও চুম্বন ক্রিয়ায়
আমাকে সন্তান করো। গোলাপি বর্ণের হাতে
শুইয়ে আমাকে শূন্যে তুলে দাও, লুফে নিয়ে
শিশুঘ্রাণ পেতে আমার বুকের মধ্যে থাকো
আমাকে চিনিয়ে দাও আকাশের তারা হয়ে
গিয়েছে যে পূর্বপুরুষেরা। যে-মাটিকে
মর্দিত করেছ আর ফসল তুলেছ Ñ চেনাও সে-মাটি।
আমাকে সন্তান করো। দুগ্ধপায়ী নরম সন্তান।
তোমার ভিতরে আমাকেই জন্ম দাও হে তুমি পৃথিবী
হে তুমি জনক। আমাকেই তীব্র ইচ্ছা করো।

Leave a Reply
You must be logged in to post a comment.