সকল তত্ত্ব-ভাবনার মতো 888sport promo codeভাবনারও পূর্বাপরতা আছে, ব্যাপ্তি ও বিকাশ আছে, অনিবার্যতা অথবা বাহুল্য আছে। 888sport promo codeভাবনার একটা তাত্ত্বিক দিক যদি থাকে, যাকে 888sport promo codeবাদের শিরোনামে ফেলা যায়, তাহলে তার একটি প্রায়োগিক দিকও আছে, যেখানে বাস্তবতার সঙ্গে একটা কঠিন সংগ্রামে অধিকাংশ 888sport promo codeকে সংগ্রামরত দেখা যায়। এই দিকটি 888sport promo codeবাদ সবসময় যে সঠিকভাবে পড়তে পেরেছে, তা নয়, এমনকি মার্ক্সবাদেও অব্যর্থ কোনো ব্যাখ্যা নেই সকল সংগ্রামের। অথবা আমাদের সময়ে মৌলবাদ যেভাবে 888sport promo codeর প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে, তার হিসাব তথাকথিত উদারনৈতিক পশ্চিমের 888sport promo codeরা দিতে পারবে না – এটি শুধু আমাদের এবং আমাদের তুলনীয় কিছু সমাজব্যবস্থার বিশেষ একটি দুর্যোগ। সামাজিক 888sport promo codeভাবনায় এই প্রকট বাস্তব দিকটি যখন বড় বিবেচনা হয়ে দাঁড়ায়, যখন 888sport live chat-888sport live footballে এর একটি বিলাসী রূপও চোখে পড়ে, যেখানে 888sport promo codeকে, শতসংগ্রামের মধ্যেও হয়তো মা বা প্রেমিকার নিকষিত একটি অবয়ব দেওয়া হয়, যা আদর্শিক না হলেও একটি স্টিরিওটাইপ হয়ে দাঁড়াতে পারে। ‘888sport promo codeর ললিত লোভন লীলা’ শুধু একটি রোমান্টিক আরাধ্য নয়, একটি সমাজ-নির্দিষ্ট স্টিরিওটাইপও বটে, যার একপ্রান্তে আছে মেটাফিজিক্স, অন্যপ্রান্তে পণ্যায়ন। রবীন্দ্রনাথ থেকে নিয়ে লাক্স সাবানের বিজ্ঞাপন নির্মাতা, সবাই একসময় এর দ্বারস্থ, ভিন্ন ভিন্ন কারণে। এজন্য সামাজিক 888sport promo codeভাবনাও যেমন বিকাশমান, এককালের 888sport promo codeর অবস্থান অন্যকালের 888sport promo codeর অবস্থান থেকে ভিন্ন, 888sport promo codeর নিজের সম্পর্কে এবং অন্য 888sport promo codeদের সম্পর্কে ভাবনাচিন্তাও পরিবর্তনশীল, মৌলিক কিছু অনুধাবন বাদ দিয়ে।
888sport live chat888sport live footballে 888sport promo codeভাবনাও তেমনি জঙ্গম। মেক্সিকোর 888sport live chatী ফ্রিদা কাহলোর চিন্তাভাবনার বড় অঞ্চল জুড়ে ছিল 888sport promo codeর সামাজিক-সাংস্কৃতিক-ব্যক্তিক অবস্থানের বিষয়টি। তিনি নিজে ছিলেন তাঁর প্রিয় একটি বিষয়, মডেলও বটে। কাহলোর ছবি দেখলে মনে হবে 888sport promo code হিসেবে সমাজ তাঁকে যেভাবে দেখে ললিত ও লোভনীয় এবং যৌন-আকাক্সক্ষার একটি নিরিখে, তিনি তার থেকে অনেক দূরে একটি অবস্থানে নিজেকে দেখতে চাইছেন। কখনো তিনি হরিণী, কখনো মিথের কোনো চরিত্র, কখনো স্রেফ তিনি যা, তা-ই; কিন্তু তাঁর নিজের সম্পর্কে বয়ানটিতে আছে শক্তি এবং স্পর্ধার, ক্রোধ এবং বিতৃষ্ণার একটি প্রকাশ। ‘আমি আমার স্বপ্নগুলোকে নয়, আমার বাস্তবকে আঁকি।’ বাস্তব, অর্থাৎ কিছুটা নিজের মতো করে পুনর্নির্মিত বাস্তব। কাহলো আরো বলতেন, 888sport promo code888sport live chatীরা একটা দ্বৈত বোঝা নিয়ে 888sport promo codeকে আঁকে। প্রথমত, তার নিজের দৃষ্টি ও ভাবনার একটা প্রতিফলন একজন 888sport promo code888sport live chatী ঘটাতে চান, যে-কোনো পুরুষ888sport live chatীর মতোই, কিন্তু এটি করতে গিয়ে পুরুষের তৈরি স্টিরিওটাইপ তাকে ভাঙতে বা অতিক্রম করতে হয়, যদি তিনি তা করতে আগ্রহী হন (অনেক 888sport promo code888sport live chatী তো পুরুষ-কল্পিত পুরুষের হাতে নির্মিত 888sport promo codeকে এঁকেছেন)। এই স্টিরিওটাইপ ভাঙাটা কঠিন কাজ, এটি তার দ্বিতীয় বোঝা, কিন্তু চ্যালেঞ্জের, কষ্টের, আনন্দের।
কাহলো-কথিত এই দুই বোঝা আমাদের দেশের 888sport promo code888sport live chatীদের অনেকেই, প্রায় সকলেই, বয়ে চলেছেন। কিন্তু পুরুষ888sport live chatীদের কেউ কেউ যে এই বোঝার ভাগ নিচ্ছেন না, তা নয়। 888sport promo codeকে 888sport promo codeবাদের আদর্শে দেখেন এমন পুরুষের 888sport free bet নিশ্চয় কম নয়, 888sport live chatীর 888sport free betও। 888sport promo codeর জন্য তার নিজের সংগ্রামটা চালিয়ে যাওয়া কঠিন আগে যেমন, এখনো, যদিও তার আর্থ-সামাজিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে বলে আমরা সকলেই স্বীকার করি। কিন্তু তার সংগ্রাম, তার প্রতিবাদ-প্রতিরোধ এক নিরন্তর সক্রিয়তার বিষয়। এই সক্রিয়তাকে সমাজ বাধা দেয়, নিরুৎসাহিত করে, কিন্তু এস এম সুলতানের ক্যানভাসে এর সহযোগী পুরুষেরাও। তাতে ক্যানভাসের চৌহদ্দিতে সাবঅল্টার্নের একটা শক্ত ভিত গড়া হলেও ক্যানভাসের বাইরের পৃথিবীতে এটি অনুপস্থিত। আমাদের 888sport live chatকলায়, অন্য অনেক প্রকাশের সঙ্গে। এই উপস্থিতি-অনুপস্থিতি, বাস্তব-সম্ভাব্যর দ্বৈরথ চলেছে শুরু থেকেই। অনেক আগে, যখন স্কুলে পড়ি, এক নকশি কাঁথায় গৃহস্থালির টুকিটাকি অনেক বস্তু, শিশুর পায়ের ছাপ, একটি নিঃসঙ্গ মাছের চিত্রময় মাঠের এক কোনায় সুইয়ের আঁকাবাঁকা ফোড়নে দুটি শব্দ উৎকীর্ণ দেখতে পেয়ে বিস্মিত হয়েছিলাম ‘মুক্তি চাই’। অল্পশিক্ষিত কারিগর ওই কাঁথার, হয়তো কোনো তরুণী গৃহবধূ, যার স্বপ্ন ছিল শিক্ষার আত্ম-উন্নতির, নিজের নিগড় পড়া জীবন ছিঁড়ে বেরিয়ে পড়ার একটি আকুতি এটি। কিন্তু 888sport live chatের নান্দনিক রূপের সঙ্গে একটা
সহ-অবস্থানে আবদ্ধ হয়ে আছে ওই চিৎকারটি। এটি আমাকে ভাবিয়েছে। কিন্তু ওই 888sport promo codeর মুক্তি আদৌ সম্ভব হয়েছে কি না, কে জানে। সম্ভবত নয়।
888sport live chatকলায় 888sport promo codeভাবনার প্রধান প্রকাশগুলি তাই একদিকে আদর্শিক/ স্টিরিওটিপিক্যাল, অন্যদিকে নান্দনিক; একদিকে রীতিবদ্ধ, অন্যদিকে বাস্তব ও বয়ানধর্মী; একদিকে অপরাগত, অন্যদিকে আত্মকেন্দ্রিক (যেখানে কাহলোর মতো 888sport live chatী নিজেই নিজের বিষয়, এবং যে-বিষয়ে সার্বিক একটি 888sport promo codeভাবনা প্রতিফলিত)। একদিকে আছে যৌনতা/ কামোদ্দীপনা অথবা পুরুষের বিপরীতে একটি অবস্থান নির্ণয়ের প্রয়াস; অন্যদিকে জটিল কোনো মনস্তাত্ত্বিক চিন্তার (কুড়ি শতকের ইউরোপে ফ্রয়েডীয় চিন্তা-ভাবনার প্রভাবে যার বিকাশ, এবং অন্য অনেক ইউরো-কেন্দ্রিক চিন্তার মতো শিক্ষিত, মধ্যবিত্ত বাঙালির চিন্তাজগতে যার অনুপ্রবেশ) অথবা পরাবাস্তব ভাবনার; অথবা 888sport promo codeবাদ এবং 888sport app সামাজিক/ অর্থনৈতিক ও 888sport live chat-সম্পর্কিত তত্ত্বের প্রতিফলন যেমন মার্ক্সবাদী বীক্ষণ এবং সম্প্রতি প্রতিষ্ঠা পাওয়া উত্তর-আধুনিকতার দর্শন। 888sport promo codeভাবনায় ইউরোপে ধ্রুপদী কলাকাল থেকে নিয়ে রেনেসাঁস এবং রেনেসাঁস থেকে নিয়ে আমাদের সময়কাল পর্যন্ত যে-রোমান্টিকতা ও সামাজিক দৃষ্টিভঙ্গি/ মূল্যবোধ/ রুচির প্রকাশ দেখা যায়, তার একটি সারাংশ নির্মাণ করলে তাতে পুরুষতান্ত্রিকতার প্রবল উপস্থিতি চোখে পড়বে, আবার 888sport promo codeর নিজস্ব একটি অবস্থান গ্রহণের প্রয়াসও দৃষ্টিগোচর হবে। এই দুই চিহ্নের মাঝখানে ছায়া ফেলবে নানা প্রতিষ্ঠান ও সংগঠন (গির্জা, রাজার ক্ষমতাকেন্দ্র, বাজার)। 888sport promo codeকে জননী, জায়া, প্রেমিকা এবং আদর্শায়িত অনেক রূপে (মাতৃভূমি, দেবী, যিশুমাতা) দেখা হয়েছে, আবার একটি সীমাবদ্ধ অবস্থানে তাকে রেখে পুরুষের ক্ষমতার কাছে সমর্পিত এক নিম্নবর্গীয় হিসেবেও তাকে তুলে ধরা হয়েছে। এই চর্চাটি সর্বত্রই ঘটেছে জাপান অথবা চীন, অথবা ভারতীয় চিত্রকলায়। ভারতে অজন্তা-ইলোরার দেয়ালচিত্রে 888sport promo codeকে কামসূত্রের প্রধান সঞ্চালকের আসনেই প্রায় বসানো হয়েছে, এবং দেবী ও মানবীর দ্বৈত অবস্থানে তাকে স্থাপন করার জন্য 888sport promo codeর জন্য রহস্যময়ী, ছলনাময়ী, পরাভব-অসম্ভব ইত্যাদি নানা বিশেষণে দেখা হয়েছে। অজন্তা-ইলোরার দেয়ালচিত্র থেকে নিয়ে মুঘল মিনিয়েচার ছবির 888sport live chatীরা সবাই পুরুষ, এজন্য নানাভাবে পুরুষতান্ত্রিকতার কামনা-বাসনা, বিপন্নবোধ, পরাভূত হওয়ার শংকা এবং অরক্ষিত হয়ে পড়ার উদ্বেগ ধরা পড়েছে 888sport promo codeর এসব চিত্রায়ণে। কাজেই 888sport live chatকলায় 888sport promo codeর উপস্থাপনের ইতিহাসটি কখনো পুরুষতান্ত্রিকতার ইতিহাস থেকে, এবং সমাজপাঠ ও সামাজিক-অর্থনৈতিক, বিশেষ করে সামন্তবাদী থেকে নিয়ে পুঁজিবাদী নানা অর্থনৈতিক ক্ষমতাসূত্রের ইতিহাস থেকে আলাদা করে পড়া যাবে না। এর সঙ্গে যুক্ত করতে হবে 888sport promo codeর হাতে 888sport promo codeর চিত্রায়ণের পৃথক ইতিহাসটিকে, যার সঙ্গে পুরুষতান্ত্রিক চিন্তার কোথাও কোথাও মিল থাকলেও বিরোধটাই প্রধান। ‘888sport promo codeর লিখন’ বলে 888sport live footballতত্ত্বের যে সাম্প্রতিক কিন্তু গুরুত্বপূর্ণ অধ্যায়টি এখন পুরুষতান্ত্রিকতার নানা প্রকাশকে তদন্ত করছে, প্রশ্নবিদ্ধ করছে এবং এর পুনর্লিখন নিশ্চিত করছে, 888sport live chatকলাতেও এর মূল্যায়ন জরুরি। একজন 888sport promo code888sport live chatী চিত্রকর অথবা ভাস্কর কীভাবে নির্ণয় করেন নিজের অবস্থান? প্রশ্ন করেন প্রতিষ্ঠিত এবং ঐতিহ্যের পর্যায়ে চলে যাওয়া পুরুষের চিত্রণকে? যদিও 888sport live chatীর 888sport promo code-পুরুষ বিভক্তি কোনো কোনো চিন্তায় (যেমন, উত্তর 888sport promo codeবাদী তত্ত্বে) একটি বিপত্তি হিসেবে চিহ্নিত, যা 888sport promo codeর অবস্থানকে দুর্বল করে 888sport live chatব্যাখ্যায়, বিশেষ করে 888sport live chatে 888sport promo codeর অবস্থান নির্ণয়ে, এটি কার্যকর হতে পারে। বস্তুত ‘888sport promo codeর লিখন’ যে নতুন দৃষ্টিভঙ্গির জন্ম দেয়, তার আলোকে প্রচলিত অনেক চিন্তার নতুন ব্যাখ্যা দেওয়া সম্ভব হয়।
স্পষ্টতই চিত্রকলায় ও ভাস্কর্যে 888sport promo codeর অবস্থান নির্ণয়টি একরৈখিক কোনো প্রয়াস হতে পারে না। বিষয়টি সমস্যাদুষ্ট, বহুমাত্রিক একটি প্রকল্প। একটি 888sport liveের পরিসরে এই প্রকল্পের মূল চিন্তা ও প্রকাশগুলিই শুধু তুলে ধরা যায়, এর বেশি কিছু নয়। আর, 888sport appsের চিত্রকলা ও ভাস্কর্যের আলোচনায় সুবিধাটি হলো এই যে, এর ব্যাপ্তিকাল পঞ্চাশ-ষাট বছরের মধ্যে সীমাবদ্ধ রাখা যায়, যেহেতু 888sport appsের 888sport live chat-আন্দোলনের আধুনিক পর্যায়টি শুরু হয় ১৯৪৮ সালে 888sport appয় চারুকলা ইনস্টিটিউট প্রতিষ্ঠার মাধ্যমে। এর আগের ইতিহাসটি প্রায় সর্বতোভাবেই কলকাতা ও শান্তিনিকেতন-কেন্দ্রিক। এবং তাতে 888sport appsের 888sport live chatীদের অংশগ্রহণ ছিল না বললেই চলে। তারপরও যুক্ত বাংলার 888sport live chatঐতিহ্যে, বৃহত্তর ভারতীয় ঐতিহ্যের মতো, আমাদের একটি স্থান রয়েছে, কেননা, আমাদের আধুনিক 888sport live chat-আন্দোলন এসব ঐতিহ্যের পরম্পরাতেই ঘটেছে। কলকাতা আর্ট স্কুলে শিক্ষালাভ করেছিলেন জয়নুল-কামরুল-সফিউদ্দীন এবং কিছুদিন এস এম সুলতান। কলকাতাতেই প্রথম প্রদর্শিত হয়েছিল জয়নুল আবেদিনের দুর্ভিক্ষের চিত্রমালা, যা তাঁকে এনে দিয়েছিল সর্বভারতীয় খ্যাতি। তাঁদের মানসগঠনে তাঁদের শিক্ষকদের অবস্থান ছিল বিশাল। তবে ১৯৪৮-এর পর 888sport appsে যে 888sport live chat-আন্দোলন শুরু হয় তার প্রকাশে ছিল কলকাতা ও শান্তিনিকেতন থেকে ভিন্ন এক 888sport live chatচিন্তার প্রভাব, যে-888sport live chatচিন্তা নতুন একটি দেশ, সমাজ ও জীবনব্যবস্থাকে রূপায়িত করেছিল।
তারপরও, ওই পরিসর বিবেচনাতেই কলকাতা ও শান্তিনিকেতন-কেন্দ্রিক 888sport live chatঐতিহ্যের আলোচনায় যাওয়া এই 888sport liveে সম্ভব নয়। তবে ওই আলোচনা না হলেও, এই লেখার শুরুতে 888sport live chatকলায় 888sport promo codeভাবনার যে প্রধান সূত্রগুলির কথা উল্লেখ করা হয়েছে, তার মোটামুটি একটি প্রকাশ এই ঐতিহ্যে দেখা যায়। অবনীন্দ্রনাথ ঠাকুর যেমন একদিকে প্রাচ্যবাদী চিন্তার নতুন প্রকাশে (এবং মুঘল দরবার-চিত্রের শৈলীগত প্রয়োগে) 888sport promo codeকে রোমান্টিক (যদিও পুরুষের দৃষ্টিকোণ থেকে) একটি আদল দিয়েছিলেন, অন্যদিকে এক উত্তর-উপনিবেশী চিন্তার প্রতিফলন ঘটিয়ে ভারতমাতার মতো শক্তি ও প্রতিরোধের আইকন গড়েছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পূর্ণ নিজস্ব ঢঙে এক নাগরিক দৃষ্টিভঙ্গি থেকে 888sport promo codeকে দেখেছেন, তাকে হাজির করেছেন মনস্তাত্ত্বিক নানা মাত্রায়। যামিনী রায়ের 888sport promo code-চিত্রায়ণে একদিকে গ্রামীণ আদর্শভাবনা, অন্যদিকে রয়েছে কালীঘাটের পটে উৎকীর্ণ 888sport promo codeর সামাজিক গতিশীলতা। এসব সূত্রের বাইরে আরো কিছু চিন্তাভাবনা হয়েছে 888sport promo codeর উপস্থাপনায় যেমন নন্দলাল বসুর মহিমান্বিত মাতৃমূর্তি ‘সাতজন মা’, অথবা ১৯১৫ সালে পাশ্চাত্য পদ্ধতিতে আঁকা যামিনীপ্রকাশ গঙ্গোপাধ্যায়ের সমাজঘনিষ্ঠ ছবি ‘গৃহহীন মা’, অথবা রামকিঙ্কর বেইজের ভাস্কর্যে 888sport promo codeকে চিরাচরিত কমনীয়তার বিপরীতে রুক্ষ এবং রুদ্ররূপে উপস্থাপন। তবে, পুনরাবৃত্তির বিপদ মাথায় নিয়ে আবারো বলা যায়, এ সবগুলো সূত্রই উপস্থিত 888sport appsের চিত্রকলায়, বরং সময়ের বিবর্তনে ও সমাজ-বদলের অমোঘ অভিঘাতে, ‘888sport promo codeর-লিখন’ পর্যায়টি যোগ হয়ে চিত্রকলা ও ভাস্কর্যে 888sport promo codeর চিত্রায়ণকে সর্বার্থেই একটি নতুন ডিসকোর্সের স্থানে নিয়ে গিয়েছে।
দুই
888sport appsের চিত্রকলা ও ভাস্কর্যের যে-কোনো আলোচনাতেই শুরুর পর্বটিকে গুরুত্বের সঙ্গে উপস্থাপিত করতে দেখা যায়, যেহেতু এই পর্যায়েই সূচিত হয়ে যায় 888sport live chatের মূল প্রবণতাগুলি, এবং স্পষ্ট হয়ে ওঠে এর পরবর্তী সম্ভাবনাগুলি। ফলে, এই পর্যায়ের 888sport live chatীদের কাজে যে-গতিশীলতা এবং সমাজ ও ইতিহাসচিন্তার দেখা পাওয়া যায়, তাতে শুধু সমকালীন বীক্ষণগুলি নয়, সমাজবদলের জন্য অপরিহার্য একটি ভবিষ্যৎ-চিন্তারও প্রকাশ মেলে। সেজন্য জয়নুল আবেদিন বা কামরুল হাসানের 888sport promo code-ভাবনায় শুধু চল্লিশ-পঞ্চাশের 888sport promo codeর স্থবির অবস্থানটি ফুটে ওঠেনি, বরং এক বৃহত্তর পৃথিবীতে পা রাখার তার আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। তাঁরা যে গ্রামীণ ঐতিহ্যে প্রণোদনা খুঁজেছেন সে-ঐতিহ্যে অবশ্য এই আকাঙ্ক্ষাটি সবসময়ই বর্তমান। গ্রামীণ 888sport promo codeর নিজস্ব লিখন, যেমন নকশি কাঁথা – এই আকাক্সক্ষার প্রকাশ ঘটায়। জয়নুল-কামরুলের অনেক ছবিতে 888sport promo codeর এই আকাক্সক্ষাটি প্রকাশিত।
তবে 888sport promo code-ভাবনা ও 888sport promo codeর চিত্রায়ণে শুরু থেকেই পুরুষতান্ত্রিকতার প্রভাবটি অনস্বীকার্য। ১৯৪৮ সালে চারুকলা ইনস্টিটিউট স্থাপনে যাঁরা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন, তাঁদের মধ্যে কোনো 888sport promo code ছিলেন না। জয়নুল আবেদিন ও তাঁর সতীর্থরা ছিলেন উদার চিন্তার মানুষ, তাঁদের ভিতর সামাজিক বা গোত্রীয় কোনো সংকীর্ণতা কখনো কাজ করেনি; তাঁদের ধ্যান-ধারণা ছিল প্রগতিশীল, ধর্মনিরপেক্ষ; 888sport promo code-পুরুষ, জাতি-উপজাতি, উচ্চ-নিচ এসব বিভাজনের সীমাবদ্ধতা থেকে মুক্ত এবং প্রকৃতভাবেই মানবতাবাদী ও সমাজঘনিষ্ঠ; কিন্তু চিত্রকলার যে-ঐতিহ্যে তাঁরা পাঠ গ্রহণ করেছিলেন, তাতে 888sport promo codeর নান্দনিক-রোমান্টিক ভূমিকাটি ছিল গুরুত্বপূর্ণ – তার সামাজিক/ রাজনৈতিক সক্রিয়তা, তার ক্ষমতায়ন, এসব ছিল দূরবর্তী চিন্তা। তবু, একটু আগে যেমন বলা হয়েছে, এই শেষোক্ত ভাবনাগুলোও তাঁদের ছবিতে ছিল, যদিও, সার্বিকভাবে 888sport promo codeর রূপান্বেষণ ছিল তাঁদের কাম্য। এই রূপান্বেষণটি একটি মৌল প্রবণতা হিসেবে এখনো বিদ্যমান অনেক 888sport live chatীর কাজে, এবং আবশ্যিকভাবেই, এর পেছনের ভাবনাগুলি ধ্রুপদী ও শাশ্বতচিন্তায় সংহত।
জয়নুল ও কামরুল তাঁদের সমাজচিন্তায় 888sport promo codeর একটি ভিন্ন অবস্থান চিহ্নিত করেছিলেন, এবং সেটি হচ্ছে তার মানবিক একটি রূপ। এটি রোমান্টিক রূপান্বেষণের বিপরীতে একটি ডায়ালেকটিক রচনা করে। এই রূপটিতে একত্র হয় 888sport promo codeর সামাজিক অবস্থান, যা প্রথাগতভাবে নিম্নবর্গীয়; তার অসহায়ত্ব এবং একই সঙ্গে তার মানবিকতা। এস এম সুলতান এই ডায়ালেকটিকে একটি নতুন মাত্রা যোগ করেছিলেন, এবং তৈরি করেছিলেন তাঁর পূর্ণতার ডিসকোর্স। যে-দেশে মা’দের শরীরে অপুষ্টি এবং অসুখ চিরস্থায়ীভাবে বাসা বাঁধে, এবং অকালেই বার্ধক্য অথবা মৃত্যু হানা দেয়, সেখানে সুলতান আঁকলেন স্বাস্থ্যবতী মা, যিনি পেশিবহুল এবং শক্তিশালী, এবং তাকে স্থাপন করলেন এমন এক গৃহস্থালিতে যেখানে স্বামী-সন্তান এবং গৃহপালিত পশুটিও স্বাস্থ্যবান। যদিও তাদের দৈনন্দিন জীবনে দ্বন্দ্ব আছে, সংঘাত আছে, রক্তক্ষয়ী সংগ্রাম আছে, তারপরও 888sport promo codeর এই পূর্ণতার স্থানে উত্তীর্ণ হওয়ার মধ্য দিয়ে যে-বিশ্বাস সুলতান প্রতিফলিত করেন, তাতে সমাজবদলের একটি ইচ্ছা অত্যন্ত প্রবল হয়ে ওঠে। এই সমাজবদলের প্রক্রিয়ায় 888sport promo codeর অংশগ্রহণ পরোক্ষ হলেও লক্ষণীয় তাঁর নিম্নবর্গীয়তার চিহ্নগুলি সেখানে মুখ্য নয়। অর্থাৎ 888sport promo codeর অবস্থানে সূচিত হয়েছে একটি পরিবর্তন, যাকে পুরুষতান্ত্রিকতা প্রশ্ন করে না, মেনে নেয় বরং। সুলতানের ছবি পুরুষ-শাসিত, কিন্তু যেখানে 888sport promo code চিত্রিত, সেখানে তার সামাজিক অবস্থানে এসেছে গুণগত প্রভেদ।
পুরুষতান্ত্রিকতার প্রকাশগুলি অস্বীকার করা কঠিন, বিশেষ করে যে-সমাজে 888sport promo codeরা দ্বৈত-নিষ্পেষণের শিকার। রোকেয়া সাখাওয়াত হোসেন 888sport promo codeর যে দ্বৈত ঔপনিবেশিকতার কথা উল্লেখ করেছিলেন (রাজনৈতিক ঔপনিবেশিকতা, যা পুরুষকে এবং অবশ্যই 888sport promo codeকে অধীনস্থ করে একটি ভিনদেশী শক্তির কাছে; এবং ওই অধীনস্থ থাকার অবস্থা); সেই দ্বৈত পরাধীনতার নিগড়ে 888sport promo code এখনো বাঁধা। ১৯৪৭-এ স্বাধীন একটি দেশের জন্ম হয় বটে, কিন্তু পূর্ব বাংলা পরাধীন রয়ে যায় পশ্চিম পাকিস্তানের, আর 888sport promo codeর স্বাধীনতা তো তখন রাজনীতিবিদরাও বিবেচনায় আনেননি। 888sport apps স্বাধীন হওয়ার পর অবস্থা পালটেছে, কিন্তু বিশ্বায়নের এই যুগে পুঁজির উপনিবেশ 888sport appsকে নিয়ে গেছে নতুন এক পরাধীনতার ভেতরে, আর 888sport promo codeর স্বাধীনতা এখন তাত্ত্বিকভাবে স্বীকৃত হলেও তার পরাধীনতা ঘোচেনি। বরং ধর্মীয় উগ্রবাদের যত প্রসার ঘটছে, 888sport promo code তার এ পর্যন্ত অর্জিত কিছু অধিকারকেও বিসর্জন দিয়ে চলে যাচ্ছে এক প্রাচীন পরাধীনতায়। পুরুষতান্ত্রিকতার প্রবল প্রভাব তাই জীবনের সর্বক্ষেত্রে : ভাষা থেকে নিয়ে সামাজিক সম্পর্কসমূহ, অর্থনীতি থেকে নিয়ে 888sport live chatকলার নানা প্রকাশে এই প্রভাব অনুভূত হয়।
তবে রোমান্টিক রূপান্বেষণে পুরুষতন্ত্রের কামনা-বাসনা ও 888sport promo code-সম্পর্কিত তার স্টিরিওটাইপ চিন্তা প্রতিফলিত হলেও এর নান্দনিক মাত্রায় বিষয়টি 888sport live chatীত হয়ে ধরা পড়ে। ফলে রূপান্বেষণটি একটি সৃষ্টিশীল কর্মকাণ্ড হিসেবে দেখা দেয়, যেখানে সামাজিক ও আদর্শিক নানা স্টিরিওটাইপ তৈরির ইচ্ছাটি আর গুরুত্বপূর্ণ থাকে না। এবং এর সঙ্গে যখন সমাজসচেতনতার মাত্রাটি যোগ হয়, তখন 888sport live chatের বিবেচনায় এটি একটি শুদ্ধরূপ পরিগ্রহ করে। জয়নুল আবেদিনের প্রসাধনরতা রমণী বা কামরুল হাসানের দুই বা তিন রমণীর অসংখ্য ছবি এই শুদ্ধরূপের প্রতিফলন। এটি অবশ্য সত্যি যে, জয়নুলের পাইন্যার মা যতখানি সংবেদী চিত্রায়ণ, প্রসাধনরতা রমণী ততটা নয়, কিন্তু একটু যত্ন নিয়ে দেখলে প্রসাধনরতা রমণীর মধ্যেই কর্মরতা 888sport promo codeকে আবিষ্কার করা যাবে। বস্তুত জয়নুল ও কামরুল তাদের 888sport promo codeদেরকে বেশির ভাগ কাজের ফাঁকে অথবা খানিক অবসরেই যেন চিত্রায়িত করেন, যেন একটি থেমে থাকার মুহূর্তে তাদের কাজের (সাধারণত গৃহস্থালির, তবে মাঝে মাঝে ক্ষেতে-খামারের) পুরো পরিধিটাই উঠে আসবে। যেন প্রসাধনরতা রমণীকে দেখে আমাদের ধারণা হবে, এই একটি মুহূর্ত কত গুরুত্বপূর্ণ তার কাছে; এবং প্রসাধনটা কোনো অভ্যাস নয়, সৌখিনতা নয়, যেন একটি মুহূর্তের অবকাশ, যেহেতু পুনরায় তাকে ফিরে যেতে হবে কাজের জীবনে।
জয়নুল ও কামরুলের ছবিতে আবহমান বাংলা ও বাঙালির জীবনের যে-ছবি ফুটে ওঠে, তাতে রোমান্টিকতার সঙ্গে বাস্তবতার সম্পর্কটাও ঘনিষ্ঠ। এ-দুজনের মধ্যে জয়নুলের ছবিতে বাস্তবতাটা অনেক বেশি প্রকট, যেহেতু তাঁর 888sport live chatী হিসেবে প্রকৃত অভিষেক ঘটে ভয়ানক বাস্তববাদী দুর্ভিক্ষের চিত্রমালার মধ্য দিয়ে। 888sport live chatীজীবনের শুরু থেকেই জয়নুল তাঁর চারদিকের জীবনকে উপজীব্য করেছেন তাঁর 888sport live chatের, এবং সেই জীবনকে তাঁর নিজস্ব শর্তে রূপায়িত করেছেন। যদিও অনেক ছবিতে জয়নুল বাস্তবতার নিগড়ে আটকেপড়া জীবনকে একটি প্রতিবাদ বা একটি প্রতিরোধের স্পর্শে উজ্জীবিত করতে চেয়েছেন (যেমন বিদ্রোহী শীর্ষক ছবিটিতে, যেখানে একটি ষাঁড় দড়ি ছিঁড়ে মুক্ত হতে চাইছে), তিনি তা বাস্তবের অনিবার্যতা মেনেই করেছেন। ফলে এই মুক্তির তথা পরিবর্তনের ইচ্ছা কোনো রোমান্টিক আদর্শবাদে রূপান্তরিত হয়নি, বরং বাস্তবের পথ ধরেই তা সম্ভবের প্রত্যাশা জাগায়। জয়নুলের 888sport promo codeরা সমাজের ভেতরেই স্থাপিত, এবং এই সমাজ দ্রুত কোনো পরিবর্তন-প্রত্যাশী নয়। তাছাড়া এই সমাজের নিয়ন্ত্রণ ও পরিচালনা পুরুষেরই হাতে। কিন্তু 888sport promo codeর ওপর একটি মুহূর্ত জুড়ে সম্ভাবনার কিছু আলো ফেলে
(যে-সম্ভাবনা তার ভাবনার বিস্তারে, কল্পনার উদ্ভাসে অথবা তার নিজস্ব বাস্তবতার ভিন্ন কোনো উপস্থাপনে মূর্ত হয়) জয়নুল 888sport promo codeকে সেই জায়গায় নিয়ে যান, যেখানে সে পুরুষতন্ত্রের স্টিরিওটাইপ নয়, বরং একটি ভিন্ন ইমেজ। সেই ইমেজটি রবীন্দ্রনাথ কিংবা নজরুলও এঁকেছেন। অথবা জসীম উদ্দীন। এই ইমেজ 888sport promo codeকে প্রথাগত পরিচয়ের বাইরে নিয়ে যায়, দেখা যায়, তার একটি ব্যক্তিত্ব প্রকাশিত, তার কল্পনার জগৎটি সমৃদ্ধ, তার সামাজিক সম্পর্কসমূহের সূত্রগুলি কিছুটা হলেও সে নির্দিষ্ট করে দিচ্ছে।
জয়নুলের এই ইমেজটি আছে কামরুল হাসানেও, তবে তা একটু বেশি রোমান্টিক যেখানে রোমান্টিকতার অর্থ হচ্ছে সময় থেকে সরে গিয়ে এক সময়হীনতার অন্বেষণ করা। চিরায়ত লোকজ-চিন্তার কাছে কামরুল গিয়েছেন এই সময়হীনতার খোঁজে। লোকজকলায় 888sport promo code একদিকে প্রচলিত সমাজব্যবস্থার ভেতর ক্ষমতাহীন, সহায়হীন; কাজেই ধরে নেওয়া যায়, তার অন্তর্গত জীবনটি অবহেলিত। কিন্তু অন্যদিকে এই অন্তর্গত জীবনকে কেন্দ্র করেই 888sport promo code এক সৃষ্টিশীল ক্ষমতার অধিকারী, যা তার দিকে দৃষ্টি ফেরাতে মানুষকে বাধ্য করে। দৈনন্দিন জীবনের হিসাব-নিকাশ, অভাব-অনটন, শোষণ-বঞ্চনা যখন জীবনকে ম্রিয়মাণ করতে থাকে, তখন পুরুষের ওপর এই অবস্থার ভার বহনের দায়িত্ব পড়ে অন্তত সেরকমই প্রমাণিত পুরুষের রেপ্রেজেন্টেশনে। কিন্তু আড়ালে এর একটা বড় অংশ বইতে হয় 888sport promo codeকে, কিন্তু তা প্রকাশিত হয় না। পুরুষের রেপ্রেজেন্টেশন 888sport promo codeকে আড়ালেই রেখে দেয়। এমনকি জাতীয়তাবাদী ইতিহাসচর্চার বিপরীতে সত্তর-আশির দশকে যে নিম্নবর্গীয় ইতিহাসচর্চা ইতিহাসের কিছু (কল্পিত) ‘ধ্রুব’ এবং ‘চূড়ান্ত’ ‘সত্যকে’ প্রশ্নবিদ্ধ করে, সেখানেও 888sport promo codeর রেপ্রেজেন্টেশন সামান্যই। অতএব 888sport promo code অদৃশ্য। কিন্তু কামরুলের ছবিতে এই নিম্নবর্গীয় 888sport promo code সামনে আসে, তার সৃষ্টিশীল চিন্তাটি একটি শক্তির উত্থান ঘটায়। একটি ভিন্ন মাত্রায় 888sport promo codeকে তা নিয়ে যায়। 888sport promo codeকে তখন ‘পুরুষ-দৃষ্টি’ দিয়ে দেখা যায় না। তখন জেন্ডারের বিবেচনাটি গৌণ হয়ে যায়। এই গৌণতার সংযুক্তি কামরুলের (এবং জয়নুলের) ছবিতে 888sport promo codeর উপস্থাপনাকে গুরুত্বপূর্ণ করে।
জয়নুল রাজনীতিকে শুধু রাজনীতি হিসেবে দেখেননি, বরং দেখেছেন একটি সামাজিক-সাংস্কৃতিক কর্মকাণ্ড হিসেবে। তাঁর কাছে বাঙালির অধিকারের সংগ্রাম যেমন ছিল রাজনীতি, তেমন ছিল দড়ি ছিঁড়ে ষাঁড়টির মুক্তি (যা প্রতীকী অর্থে বাঙালির সংগ্রামের বর্ণনায় সমান অর্থবহ), অথবা 888sport promo codeর নিজস্ব জায়গাটুকু সুরক্ষিত রাখা। কামরুল বামপন্থার রাজনীতির সঙ্গে হার্দিক সম্পর্ক অনুভব করেছেন। এ-রাজনীতি অনুসরণ করেছেন, এবং ষাটের দশক থেকে রাজনীতিকে তাঁর কাজের পেছনে একটি গুরুত্বপূর্ণ প্রণোদনা হিসেবে দাঁড় করিয়েছেন। এই রাজনীতি কল্যাণের, শ্রেয়বোধের এবং মানবাধিকারের। তাঁর 888sport promo codeকে তিনি এই রাজনীতি-চিন্তার বাইরে রাখেননি। এস এম সুলতান যেমন 888sport promo codeর ভেতর জেগে ওঠার শক্তি খুঁজেছেন, তেমনি খুঁজেছেন কামরুল। মার্ক্সবাদী তাত্ত্বিক রেমন্ড উইলিয়ামস ইংল্যান্ডের শ্রমিক শ্রেণির নানান প্রতিপক্ষের মধ্যে এমন এক বুর্জোয়া চিন্তাকে চিহ্নিত করেছিলেন, যা 888sport promo codeকে নিম্নবর্গীয় পুরুষের চোখেও ভোগের বস্তু হিসেবে সীমাবদ্ধ করে রাখে (888sport live chatকারখানায় কাজ করতে আসা শ্রমিকদের জন্য তাই দেহপসারিণীর জোগান দেওয়া, এবং ‘দেহপসারিণী’ কথাটিকেই, তথা পেশাটিকেই, অভাব এবং অসহায়ত্বের পরিবর্তে মনোরঞ্জনের সঙ্গে সংযুক্ত করা)। কিন্তু 888sport promo codeকে একজন পুরুষ শ্রমিক যখন সহকর্মী ও সহযাত্রী হিসেবে দেখতে শেখে, এমনকি একজন যৌনকর্মীকেও, (যেহেতু পুঁজিবাদী সমাজে এই 888sport promo codeর কোনো বিকল্প পথ খোলা রাখা হয় না,) তখন বুর্জোয়া ‘পুরুষ-দৃষ্টি’ পরাস্ত হয়, তার নিয়ন্ত্রণ ও পুনর্নির্মাণ-শক্তি নিঃশেষিত হয়। জয়নুলের ছবিতে 888sport promo code অনেক সময় সেই শক্তিশালী অবস্থানে তার রোমান্টিক নানা আবহ সত্ত্বেও অথবা এই আহক অতিক্রম করে আসীন হয়।
জয়নুল, কামরুল এবং সুলতান বাঙালির ইতিহাসের মধ্যেই বিচরণ করেছেন, কিন্তু তার হয়ে-ওঠার শর্তগুলি তদন্ত করেছেন। তাঁরা একটি ভিন্ন ব্যাখ্যা দিয়েছেন সে-ইতিহাসের। জয়নুলের চিন্তায় দেশজ ও বৈশ্বিক মাত্রা একসঙ্গে যোগ হয়েছিল (তিনি প্যালেস্টাইনের যোদ্ধাদেরও উপজীব্য করেছেন তাঁর চিত্রের); কামরুলের চিন্তায় চিরাচরিতের সঙ্গে সমকালীনতার একটি মেলবন্ধন রচিত হয়েছিল। সুলতান বর্তমানকে নিয়ে গেছেন একটি মিথের অঞ্চলে। এই বিষয়টি মনে রাখলে তাঁদের 888sport promo code-চিত্রায়ণের একটি আলাদা বৈশিষ্ট্য হয়তো আমরা উপলব্ধি করতে পারব। তখন এই তিন 888sport live chatী যে পুরুষতান্ত্রিক সমাজের ভেতর বসে, এর পছন্দের দৃষ্টিকোণ থেকে (নানা বর্ণনার 888sport promo code, সম্পন্ন গৃহকোণ, 888sport promo code-নির্দিষ্ট কাজ ও অবসর, 888sport promo codeর সম্পর্কসমূহ, নস্টালজিয়া ইত্যাদি) ছবি এঁকেও ভিন্ন একটি অবস্থান তৈরি করছিলেন 888sport promo codeর, অথবা সচেষ্ট ছিলেন তা করতে, সে-বিষয়টির একটি তাত্ত্বিক ব্যাখ্যা পাওয়া যাবে।
তিন
পঞ্চাশের দশক থেকেই 888sport appsের চিত্রকলায় ঘটতে থাকে নানা পরিবর্তন এবং এর অনেকগুলোই ছিল ইউরোপীয় আধুনিক চিত্রকলার অনুবর্তী। ১৯৪৮-এর আগে 888sport appর কোনো চিত্রকলার ঐতিহ্য ছিল না – যা ছিল তা কিছু প্রতিকৃতি বা কনভারসেশন পিস, বিজ্ঞাপন-চিত্র ইত্যাদির। ভাবতে অবাক লাগে, এরকম একটি অবস্থান থেকে মাত্র দশটি বছরে 888sport appsে সক্রিয় 888sport live chatীর 888sport free bet – যাঁরা আবার ইউরোপীয় নানা ধ্যান-ধারণাপুষ্ট হয়ে আধুনিক চিত্রচর্চায় নিয়োজিত ছিলেন – একশ ছাড়িয়ে গিয়েছিল। ছবির দর্শকও তেমন তৈরি হয়নি, গ্যালারি ছিল না, ছবি কেনাও সৌখিনতার পর্যায় থেকে বেরোতে পারেনি; অথচ ছবিতে পশ্চিমা উত্তর-প্রভাববাদ, প্রকাশবাদ, বিমূর্ত প্রকাশবাদের ছায়া পড়তে লাগল। পঞ্চাশের দশকেই তো অনেক 888sport live chatী বিদেশে গেলেন 888sport live chatশিক্ষা নিতে – সফিউদ্দীন আহমেদ, মোহাম্মদ কিবরিয়া, আমিনুল ইসলাম, মুর্তজা বশীর। আরো কেউ কেউ। তাঁরা কেউ ফিরলেন পশ্চিমের শৈলীচিন্তায় সমৃদ্ধ হয়ে, কেউ আনলেন নতুন টেকনিক, কেউ নিয়ে এলেন নতুন চোখে 888sport live chatকে দেখার অনুপ্রেরণা। কলকাতা শান্তিনিকেতন অনেক দূরে চলে গেল, 888sport app তার নিজস্ব একটি ঐতিহ্য সৃষ্টি করতে নেমে পড়ল। সে-ঐতিহ্যে বিমূর্ততা প্রাধান্য পেল, যদিও ফিগারেশনের ঝোঁকটা কখনো কমেনি। অনেকেই সচ্ছন্দে কাজ করেছেন এ দুই প্রকাশে, অনেকেই একটিতে টেনে নিয়েছেন অন্যটিকে – আধা-বিমূর্ত, অথবা আভাসে অবয়বকে তুলে ধরার পদ্ধতির প্রয়োগ করেছেন তারা।
আধুনিকবাদী চিত্রকলার চর্চায় শুধু যে শৈলী বা টেকনিক বা পদ্ধতির আধুনিকায়ন ঘটেছে, তা নয়। বিষয়বস্তুরও বিবর্তন এসেছে। উনিশশো তিরিশের দশকে যেমন 888sport app download apkয় রবীন্দ্রনাথের রোমান্টিকতা ও মেটাফিজিক্সকে ছাড়িয়ে বাংলা 888sport app download apk আধুনিক বৈশ্বিক 888sport app download apkর রাস্তায় হেঁটেছে, এবং প্রকাশ ঘটাচ্ছে নানা ‘আধুনিক’
চিন্তা-চেতনার-নাগরিক জীবনের সংকট, নির্বেদ-নিঃসঙ্গতা-নাস্তি, পারক্যবোধ ও বিশ্বাসহীনতা এবং অস্তিত্বের নানা সংকট, পঞ্চাশ-ষাটের চিত্রকলাতেও তার দেখা পাওয়া যাচ্ছিল। নাগরিকতা একটা অবস্থা হিসেবে বিবেচিত হয়েছে, কাজেই আধুনিক মানসের দ্বন্দ্ব-সংঘাত, ব্যক্তির নানা সংকট ও বিপর্যয়কে মূর্ত করেছেন কিবরিয়া, আমিনুল, মুর্তজা বশীর, হামিদুর রহমান, রশিদ চৌধুরী, দেবদাস চক্রবর্তীসহ অনেকে। এই নতুন সময়, সমাজ ও ব্যক্তিচিন্তায় 888sport promo codeর বিষয়টিও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। 888sport promo codeর চিত্রায়ণে এসময় দেখা যাচ্ছে এক ধরনের নাগরিক পক্ষপাতিত্ব। এবং 888sport promo code বিধৃত হয়েছে একাধিক মাত্রায়। যেমন, পশ্চিমা চিত্র ঐতিহ্যে নগ্ন 888sport promo codeদেহের প্রতি যে-আকর্ষণ, তার প্রকাশ দেখা যাচ্ছে। আবার একজন নগরবাসী হিসেবে 888sport promo code উপস্থিত হয়েছে পুরুষের মতো একই
‘বিকার-বিক্ষোভ-ক্লান্তির’ শিকার হয়ে। অথবা, পশ্চিমা পরাবাস্তব ছবিতে 888sport promo code যেমন রূপান্তরের অর্থাৎ বাস্তবের পরিচিত মাত্রা থেকে দূরে সরে গিয়ে একটি গুরুতর বাস্তবে বস্তুর বা ইমেজের গুণ ও পরিচিতিগত উত্তরণের একটি উপাদান হিসেবে হয়েছে। কোনো কোনো সময় 888sport promo codeর অবস্থান পুঁজির পণ্যবাজারের ভেতরে, অর্থাৎ 888sport promo codeর ওপর পড়েছে ‘পুরুষ-দৃষ্টি’। 888sport promo codeর প্রতিকৃতি, লাস্যময়ী-রমণীয়া-কমনীয়া 888sport promo codeচিত্র আঁকা হয়েছে। একই সঙ্গে জয়নুল-কামরুলের ঐতিহ্যে 888sport promo codeকে উপস্থাপনের বিষয়টিও চলেছে। তবে এসময় 888sport promo codeর চোখ দিয়ে 888sport promo codeকে দেখার একটি নজির পাওয়া যায় নভেরা আহমেদের ভাস্কর্যে। তবে নভেরা ‘888sport promo codeর-লিখন’ চিন্তাটি মাথায় নিয়ে যে-ভাস্কর্য গড়তে বিশেষ করে 888sport promo codeমূর্তি গড়তে বসেছেন, তা নয়। তবে তিনি একটি আধুনিক দৃষ্টিভঙ্গি থেকে তাঁর ভাস্কর্যকে সাজিয়েছেন, সেখানে 888sport promo codeর অবস্থানটিও সুচিহ্নিত। হেনরি মুরের আদলে তিনি ভাস্কর্য গড়ছেন, এ-কথা অনেকেই বলে থাকেন; তবে মুর থেকে অনুপ্রেরণা পেলেও নভেরা দেশীয় উপাদানের সাহায্যে এবং তাঁর নিজের সময় ও দেশকে বিবেচনায় রেখেই ভাস্কর্য গড়েছেন। তাতে 888sport promo code একই সঙ্গে নগরবাসী এবং গ্রামবাসী অর্থাৎ দুই তথাকথিত বিপরীত চেতনার ধারক। নভেরা বস্তুর ঘনত্ব এবং আয়তনকে গুরুত্ব দিয়ে দেখেছেন, তবে বস্তুকে ঘনত্বের কঠিন সীমাবদ্ধতা ও দার্ঢ্য থেকে মুক্তি দিয়ে তার অন্তর্গত গতিশীলতাকে প্রাধান্য দিয়েছেন। এজন্য মুরের ভাস্কর্যের মধ্যে হার্বার্ট রিড যে ‘উড়াল-প্রবণতা’ দেখেছেন, নভেরার ভাস্কর্যেও তা দেখা যায়। যেন তারা ভর ও ঘনত্বের চাপে নিম্নমুখী নয়, অথবা তারা আয়তনের মাপজোখে সীমাবদ্ধ হয়ে পড়া নিশ্চল কোনো নান্দনিকতা নয়। প্রথম দেখাতেই বরং মনে হবে, নভেরার ভাস্কর্য মাত্রা ও স্থান নির্দিষ্ট নয়; তাদের ভেতরে প্রাণ আছে। নভেরা যেসব 888sport promo codeমূর্তি গড়েছেন, তাদেরও প্রধান পরিচয় এই গতিশীলতা, এই স্থান-কালের এবং ভর-মাত্রা-আয়তনের সীমাকে ছাড়িয়ে দূরে যাওয়ার প্রবণতা। সমাজে যেখানে 888sport promo codeর স্বাধীনতা তখনো দূরবর্তী একটি চিন্তা, এবং উড়াল দেওয়ার বিষয়টি কল্পনার অঞ্চলেই সীমাবদ্ধ, সেখানে নভেরার ভাস্কর্যে এই ‘উড়াল-প্রবণতা’, এই গতিশীলতা বিস্ময়কর বটে।
নভেরা দীর্ঘদিন 888sport appsে স্থিত ছিলেন না, দেশ ও দেশের বাইরে আসা-যাওয়ার মধ্যে ছিলেন, এবং একসময় চিরতরে দেশকে বিদায় জানিয়ে বিদেশে (ফ্রান্সে) স্থায়ী হলেন। কিন্তু নভেরার প্রভাব পড়ল না ভাস্কর্যচর্চায়। অনেক পরে লালারুখ সেলিম বা শামীম শিকদার অথবা আইভি জামান ভাস্কর্যকে গুরুত্বের সঙ্গে নিলেন, কিন্তু এর মাঝখানে কোনো 888sport promo code এই 888sport live chatকে গ্রহণ করলেন না। তবে এ-কথাটিও ঠিক, এই মাঝখানের সময়ে চিত্রকলাতেও 888sport promo codeর অবস্থান ছিল নগণ্য। ফরিদা জামান, নাসরীন বেগম বা রোকেয়া সুলতানার আগে দু-একজন মাত্র 888sport promo code 888sport live chatী, তা-ও তাঁদের অবস্থান সুচিহ্নিত নয়। ফলে ‘888sport promo codeর লিখন’ ফেনোমেননটির জন্য বেশ কিছুকাল আমাদের অপেক্ষা করতে হয়েছে।
নভেরার দৃষ্টিভঙ্গি ছিল আধুনিক – তিনি নিজের সময় ও দেশকে একটি বৈশ্বিক প্রেক্ষাপটে স্থাপন করে ব্যক্তি ও সমাজের সমস্যাগুলো চিহ্নিত করতে চেয়েছিলেন। এ-কাজটি করতে গিয়ে তিনি নিজের সংস্কৃতিচিন্তা ও পশ্চিমা ধ্যান-ধারণার মধ্যে একটি সমন্বয় সাধন করেছেন – এজন্য তাঁর কাজ উন্মূল নয়, তাদের মূল বরং প্রোথিত 888sport appsের মাটি ও সমাজে। তবে নভেরার কাজে পরোক্ষে হলেও যে 888sport promo codeর লিখন উৎকীর্ণ তার ব্যক্তিক দিকটি উচ্চকিত নয়, সামাজিক দিকটিও নয় প্রকট। অর্থাৎ 888sport promo code একটি বৃহত্তর সমাজ ও 888sport live chatকাঠামোর ভেতরে অবস্থিত ইবসেনের নোরার মতো (এ ডলস হাউজ)। এই কাঠামো ভেঙে বেরিয়ে আসার কোনো আহ্বান সেখানে নেই। বরং বলা যায়, কাঠামোর ভেতরে থেকে 888sport promo code তার সময়বদলের চিহ্নগুলোকে দেখছে, নিজের অবস্থানটি পরীক্ষা করে দেখছে। নভেরার কাজে 888sport promo codeর লিখন তাই প্রকৃত অর্থে 888sport promo codeর নিজের কাছে নিজের অবস্থান নিয়ে কিছু প্রশ্ন করা – এর বেশি কিছু নয়।
যে-অর্থে 888sport promo codeবাদীরা (হেলেন সিক্সো, যেমন) 888sport promo codeর লিখনকে ব্যাখ্যা করেন, 888sport appsের চিত্রকলায় তার কাছাকাছি একটা অবস্থানে পৌঁছেছে নাজলী লায়লা মনসুর-দিলারা বেগম জলি-রোকেয়া-দীপা হক-নীলুফার চামান-ফারেহা জেবা-আতিয়া ইসলাম এ্যানি-তৈয়বা লিপি এবং বেশকিছু তরুণ 888sport live chatীর, যাঁদের মধ্যে সুলেখা চৌধুরীর কথা উল্লেখ করা যায়, কাজ। 888sport live chatী আরো আছেন, বিশেষ করে তরুণদের মধ্যে, তবে এ-888sport liveটির উদ্দেশ্য যেহেতু 888sport appsের চিত্রকলায় 888sport promo codeর চিত্রায়ণের মৌল কিছু প্রবণতাকে শনাক্ত করা, প্রবণতাগুলিই তাই গুরুত্বপূর্ণ। সকল 888sport live chatীর কাজের একটি খতিয়ান দেওয়া এ-888sport liveের উদ্দেশ্য নয়।
সত্তরের দশকের শেষ ও আশির দশকের আগে পর্যন্ত 888sport promo codeর চিত্রায়ণটি ঘটেছে পুরুষ888sport live chatীর হাতে – ভাস্কর্যে নভেরার একমাত্র ব্যতিক্রম ছাড়া। যখন 888sport promo code888sport live chatীদের প্রবেশ ঘটল দৃশ্যপটে, তখন এই চিত্রায়ণ বা রেপ্রেজেন্টেশন পালটে গেল। এই পরিবর্তনের প্রভাবটি কীভাবে পড়ল আমাদের চিত্রকলায়, বা এই পরিবর্তন কিসের ইঙ্গিতবহ ছিল, সে-ব্যাপারে একটু পরে আলোচনা করা যাবে। তার আগে ষাট-সত্তর থেকে নিয়ে পুরুষ888sport live chatীদের হাতে 888sport promo codeর চিত্রায়ণে কী কী প্রবণতা দেখা গেছে, তা নিয়ে আলোচনা করা যায়। আগেই বলা হয়েছে, বিমূর্ততা ও প্রকাশবাদের নানা প্রভাবে 888sport appsের চিত্রকলায় অবয়বধর্মিতা কিছুদিন কিছুটা উপেক্ষিত ছিল। বাস্তববাদকে এড়িয়ে চলেছেন প্রধান অনেক 888sport live chatী। বস্তুত চারুকলা ইনস্টিটিউটের অ্যাকাডেমিক শিক্ষার বাইরে বাস্তববাদ কিছুটা অবহেলিতই ছিল। অবয়ব ছিল, কিন্তু অবয়বধর্মিতা ও বাস্তববাদ সমার্থক নয়। মুর্তজা বশীর তাঁর এক সাক্ষাৎকারে উল্লেখ করেছিলেন, তাঁর বামপন্থী রাজনৈতিক/ সামাজিক চিন্তা-ভাবনার সঙ্গে সংগতিপূর্ণ বাস্তববাদী চিত্রচর্চাতে তিনি প্রথমে দ্বিধান্বিত ছিলেন, কেননা তাঁর সতীর্থ প্রায় সকলেই বিমূর্ততার চর্চা করতেন। অবশ্য বশীর বাস্তববাদ ও অবয়বধর্মিতায় তাঁর 888sport live chatের উৎকর্ষ খুঁজেছেন – এমনকি বিমূর্ততাকেও বাস্তববাদের দাবির সঙ্গে সমন্বিত করেছেন।
বিমূর্ত 888sport live chatের ‘আধুনিক’ পরিচয়টি স্বতঃসিদ্ধ, যেখানে রেপ্রেজেন্টশন বিষয়টিই সমস্যাসংকুল। এর বাইরে যাঁরা অবয়বধর্মী কাজ করেছেন, বাস্তববাদী কাজ করেছেন, তাঁদের কাজেও 888sport promo codeর চিত্রায়ণে ষাট ও সত্তরের দশকে তিনটি মূল প্রবণতা চোখে পড়েছে। এগুলো হলো :
888sport promo codeকে নাগরিক জীবনের একজন অংশীদার হিসেবে, আধুনিকতার সমস্যাপীড়িত একজন ব্যক্তি হিসেবে দেখা;
888sport promo codeকে প্রেম-কাম, মাঝে মাঝে যৌনতার অনুষঙ্গে স্থাপন করে মনস্তাত্ত্বিক একটি মাত্রায় বা ইরোটিক একটি আবহে স্থাপন করা;
888sport promo codeকে তার সামাজিক অবস্থানের ভেতরে রেখে তার নিজস্ব জায়গাটিতে আলো ফেলা। এটি করতে গিয়ে কোনো কোনো 888sport live chatী (যেমন কাইয়ুম চৌধুরী) গ্রামীণ একটি প্রেক্ষাপট বেছে নিয়েছেন।
এর বাইরেও 888sport promo codeর চিত্রায়ণে আরো কিছু প্রবণতা লক্ষণীয়, যেমন আদিবাসী 888sport promo codeদের অথবা লোকঐতিহ্যের 888sport promo codeদের (বেহুলা, মহুয়া, মলুয়া) ও সমাজের বাইরে প্রান্তিক অবস্থানের 888sport promo codeদের (বেদে, সন্ন্যাসিনী, সাপুড়ে ইত্যাদি) এবং প্রাচ্যবাদী চিত্রকলার ইমেজে 888sport promo codeদের চিত্রায়ণ। তাছাড়া 888sport promo codeর প্রতিকৃতি আঁকাটাও একটা ধারা বটে।
উপরে উল্লিখিত প্রথমোক্ত প্রবণতার বিষয়টি লক্ষ করা যায় কিবরিয়ার আধা-ঘনত্ববাদী কিছু ছবিতে, আমিনুল ইসলামের ছবিতে (এবং ড্রইংয়ে) দেবদাস চক্রবর্তী বা নিতুন কুন্ডুর কোনো কোনো ছবিতে। ষাটের শেষে সত্তরের শুরুতে যাঁরা ছবি আঁকতে শুরু করেন যেমন মনিরুল ইসলাম বা শহিদ কবীর, তাঁরাও এ-ধরনের চিন্তার প্রকাশ ঘটিয়েছেন, যদিও শহিদ কবীর একসময় যে প্রতিবাদী চিন্তা থেকে ছবি আঁকতেন তাতে 888sport promo codeকে সমাজ ও রাজনীতির ‘ভিকটিম’ হিসেবে দেখা হয়। আধুনিক জীবনের বিকার-বিক্ষোভ-পীড়িত 888sport promo code অবশ্য তেমন পরিব্যাপ্ত আইকন নয় আধুনিক চিত্রকলায়, যেহেতু আধুনিক ধারায় যাঁরা ছবি এঁকেছেন, অথবা 888sport live football-রচনা করেছেন, তাঁদের একটি বড় অংশই তাঁদের কাজকে পুরুষপ্রধান করেছেন। ষাট-সত্তরের দশক থেকে তীব্রতা পাওয়া 888sport promo codeবাদী 888sport live football ও সমাজতত্ত্বে এই পুরুষকেন্দ্রিক রেপ্রেজেন্টেশনকে প্রশ্ন করা হয়েছে, একে তদন্ত করে দেখা হয়েছে, এবং এই প্রবণতার কারণগুলি জানার চেষ্টা করা হয়েছে। মার্ক্সবাদী চিন্তক রেমন্ড উইলিয়ামস অবশ্য বলেন, পুঁজি-শাসিত সমাজে 888sport promo codeকে তার অবস্থান দেওয়া হবে না, কেননা মূলধারার উৎপাদন ও বণ্টন প্রক্রিয়াটি পুরুষ নিজের হাতে রাখতে চায়। সেজন্য 888sport live chat-কারখানায় একই কাজে নিয়োজিত একজন পুরুষকর্মী থেকে 888sport promo codeকর্মী অর্ধেক বেতন পাবে, অর্ধেক সুযোগ-সুবিধা পাবে। পুঁজি 888sport promo codeকে পণ্য হিসেবে দেখতে আগ্রহী এবং পণ্যের প্রবক্তা ও ক্রেতা হিসেবে, পণ্য উৎপাদনের পেছনের শক্তি হিসেবে নয়। আধুনিক 888sport live football ও চিত্রকলাও এই চিন্তার ভিতরে অবস্থান নিয়েছে, যেহেতু এর রচয়িতারা অধিকাংশ পুরুষ।
888sport appsের চিত্রকলায় 888sport promo codeকে পুঁজিবাদের চোখ দিয়ে দেখার প্রবণতা নেই – যদিও দৃশ্য888sport live chat হিসেবে মাঝে মধ্যে 888sport promo codeর রেপ্রেজেন্টশনে নগ্নতার বিষয়টি দেখা যায়। তবে নগ্নতার ঐতিহ্য শুধু পশ্চিমা ছবির নয়, ভারতীয় চিত্রঐতিহ্যে এটি পুরনো একটি ধারা। বস্তুত নগ্নতার সঙ্গে যৌনতাও একটি পুরনো ঐতিহ্য (অজন্তার দেয়ালচিত্র, রাধা-কৃষ্ণের ঝুলন/ রসযাত্রার চিত্রঐতিহ্য, অসংখ্য মূর্তি888sport live chat ইত্যাদি)। তবে আধুনিক চিত্রকলায় নগ্নিকার স্টাডি পশ্চিমা একটি ধাঁচ অনুসরণ করেছে। তারপরও, দু-এক 888sport live chatীর কাজ বাদ দিলে, 888sport promo codeর নগ্নতা থেকেও নগ্নতার নন্দনতত্ত্বটি গুরুত্ব পেয়েছে।
888sport promo codeকে প্রেম-কামের অংশীদার করার বিষয়টি প্রায়-সকল 888sport live chatীর কাজে চোখে পড়ে, যাঁরা কোনো না কোনো সময় অবয়বধর্মী ছবি এঁকেছেন – অথবা এঁকে চলেছেন। জয়নুল, কামরুল থেকে নিয়ে সৈয়দ জাহাঙ্গীর, কালিদাস কর্মকার থেকে নিয়ে রফি হক – খুব কম 888sport live chatীই আছেন যাঁরা 888sport promo codeর ছবি এঁকেছেন, কিন্তু তাঁদের প্রেম ও কামের দিকটির ওপর জোর দেননি। নর888sport promo codeর যুগল ছবি আঁকাটা ফর্মের দিক থেকেও আকর্ষণীয়। মুখোমুখি অবস্থানে প্রেমিক-প্রেমিকা ছবির কম্পোজিশনের জন্য সুবিধাজনক। অথবা একা একজন 888sport promo codeও। এজন্য সৈয়দ জাহাঙ্গীর অথবা মাহমুদুল হক অথবা চন্দ্রশেখর দে একক 888sport promo code এঁকে তাতে কিছু প্রেম বা কামের স্পর্শ দিয়েছেন। এবং তাঁদের মতো অসংখ্য 888sport live chatী এরকম এঁকেছেন। 888sport promo codeকে উল্লম্ব রেখায় আঁকা, অথবা উপবিষ্ট অথবা শায়িত অবস্থায় আঁকার মধ্যে ভিন্ন ভিন্ন চ্যালেঞ্জ রয়েছে, যা প্রায় সকল 888sport live chatীই নিজস্ব পদ্ধতিতে নিষ্পত্তি করেছেন।
তবে 888sport promo codeকে সামাজিক অবস্থানে নানা ভূমিকায় দেখার চেষ্টা করেছেন অনেক 888sport live chatীই। এরকম একটি সহজদৃষ্ট অবস্থান হচ্ছে গৃহস্থালির 888sport promo code। কাজী আবদুল বাসেতের আঁকা গৃহস্থালির 888sport promo code অথবা কলসি কাঁখে 888sport promo code একটি পুরনো ঐতিহ্যেরই রূপায়ণ এবং এটি দীর্ঘদিন চলে এসেছে। এখন অবশ্য অ্যাকাডেমিক চর্চার বাইরে খুব কম 888sport live chatীই কলসি কাঁখে 888sport promo code অথবা ধান ভানারত 888sport promo code আঁকবেন না, কেননা, 888sport promo codeর প্রতি দৃষ্টিভঙ্গি পালটেছে। তবে দ্বিতীয় আরেকটি দৃষ্টিভঙ্গি, 888sport promo codeকে ‘ভিকটিম’ হিসেবে দেখা, এখনো বিদ্যমান, এবং এটি অটুট থাকবে আরো দীর্ঘকাল – যতদিন 888sport promo codeরা ভিকটিম হতে থাকবে – যদি না বাস্তববাদী বা অবয়বধর্মী ছবির দিন শেষ হয়ে যায় (তার সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না)। 888sport promo codeর ভিকটিম অবস্থাটি জয়নুল-কামরুল থেকে নিয়ে সাম্প্রতিক অনেক 888sport live chatীই আঁকছেন। এর পেছনে সহমর্মিতা যেমন আছে, ক্রোধও তেমনি আছে, এবং সাম্প্রতিক অনেক 888sport live chatীর কাজে যেমন, বিদ্রƒপ ও স্যাটায়ারের সঙ্গে সমাজ/ সমাজপতি/ রাষ্ট্রপক্ষের কাছে জওয়াব চাওয়ার ও তাদের অভিযুক্ত করার একটি বিষয়ও আছে। হামিদুর রহমান এঁকেছেন বানভাসি 888sport promo codeর কষ্ট, কাইয়ুম চৌধুরী এঁকেছেন ২০০১ সালের নির্বাচনের পর 888sport promo codeদের ওপর বিশেষ করে 888sport free betলঘু 888sport promo codeদের ওপর নেমে আসা বিপর্যয়ের ছবি। হামিদুর রহমানের ছবিতে 888sport promo codeকে একটি প্রাকৃতিক দুর্যোগের শিকার হিসেবে দেখানো হয়েছে, যদিও মানুষের হাতে আছে ওই দুর্দশা লাঘবের সামর্থ্য। আর কাইয়ুম চৌধুরী সরাসরি অভিযুক্ত করেছেন সরকার ও রাষ্ট্রব্যবস্থাকে, তুলে ধরেছেন সমাজের এই চরম লজ্জাকে। কাইয়ুম চৌধুরী এ-সময়ের অনেক তরুণ 888sport live chatীর মতো, 888sport promo codeর ভিকটিমহুডকে মেনে নিতে নারাজ – তাঁর ছবিতে তারুণ্যের ক্রোধ আছে, যদিও এই ক্রোধ বয়স-নির্বিশেষে বিবেকের। তবে তাঁর প্রকাশটি জোরালো। পাশাপাশি আরেকটি পরিবর্তনের কথা বলা যায় 888sport promo codeর চিত্রায়ণে। আদিবাসী 888sport promo codeদের ছবি, সেই জয়নুল-সফিউদ্দীন আহমেদের সময় থেকেই একটা রেওয়াজ ছিল। জয়নুল এঁকেছেন সাঁওতাল রমণীর ছবি, সফিউদ্দীনের কাঠ খোদাইতে তারা আছে, আবার সৈয়দ জাহাঙ্গীরের ছবিতে চাকমা রমণীর প্রতিকৃতি রয়েছে। কিন্তু এসব চিত্রায়ণে যে-প্রবণতাটি প্রধান, সেটি হচ্ছে রোমান্টিকতা। তারা মূলধারার 888sport promo code নয়, তাদের জীবন খুবই নান্দনিক, এবং বিচিত্র, এজন্য রোমান্টিক অনুষঙ্গে তাদের ফুটিয়ে তোলাটা একটা হাসিখুশির ও পরিতৃপ্তির ভাব জাগায়। কিন্তু জয়নুল-সফিউদ্দীনের সময় থেকে নিয়ে এ পর্যন্ত অনেক শোষণ গেছে সাঁওতালদের ওপর, তারা ক্রমে প্রান্তিক অবস্থানে চলে যাচ্ছে, এবং তারা হারাচ্ছে তাদের জমিজমা, তাদের সংস্কৃতি এবং জীবনযাত্রার স্বাচ্ছন্দ্য। তেমনি সৈয়দ জাহাঙ্গীরের সময়ের চাকমারা এখন একটা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তারা অধিকারবঞ্চিত, তারা ক্রমেই পরিণত হচ্ছে 888sport free betলঘুতে, নিজভূমিতেই পরবাসীর মতো তাদের জীবন। কাজেই কনকচাঁপা চাকমা যখন তাদের আঁকেন, সেই আঁকায় কোনো রোমান্টিকতা থাকে না। কনকচাঁপার চাকমা রমণী কোনো কোনো সময় উৎসব বা গার্হস্থ্য জীবনের ফ্রেমে উঠে আসে, তাদের কখনো কখনো নগ্নবক্ষাও দেখান তিনি – তবে এটি পাহাড়ি জীবনযাপনের নিজস্ব ঐতিহ্য, পশ্চিমা-ধাঁচের নগ্নতার প্রকাশ নয়; কিন্তু কনকচাঁপার ছবিতে সেই কষ্টটা ধরা পড়ে, যা চাকমা 888sport promo codeকে (ও পুরুষকে) পীড়িত করছে। তাঁর ছবিতে চাকমা 888sport promo code ভিকটিম, এবং এই ভিকটিম-অবস্থার ক্ষোভ, ক্রোধ এবং কষ্টও তাঁর ছবিতে প্রতিধ্বনিত।
888sport promo codeকে রোমান্টিকভাবে উপস্থাপনার আরো একটি ঐতিহ্য হচ্ছে প্রাচ্যবাদী 888sport live chat। এই ছবিতে একটি আদর্শিক রূপে 888sport promo codeর প্রকাশ – তার দেহভঙ্গিমা, তার চোখের গড়ন, বেশবাস অথবা অঙ্গপ্রত্যঙ্গের লীলায়িত সুষমা – সবই এক প্রাচীন রোমান্টিকতার আবহে অভিষিক্ত। এই ধারার পরিচর্যা হয়েছে 888sport appsে – আবদুস সাত্তারের 888sport promo code আদি প্রাচ্যবাদী 888sport promo codeই। তবে নাসরিন বেগম যখন তাকে আঁকলেন, সেই 888sport promo codeর মধ্যে অনেকটা পরিবর্তন এলো। তার ইচ্ছাগুলো, তার সীমিত অবস্থানটি পরিষ্কার হলো। এজন্য নাসরিন প্রাচ্যবাদী শৈলীকে ভাঙলেন, এর রং সংস্থাপনের রীতিটাতেও পরিবর্তন আনলেন। তবে প্রাচ্যবাদিতার স্বরূপটি এমনি যে, সেখানে আধুনিক 888sport promo codeকে স্থাপনের প্রয়াসটি সমস্যাসংকুল হতে বাধ্য।
রোমান্টিকতার আরেকটি ধারায় অনেক 888sport live chatী গিয়েছেন আমাদের লোকঐতিহ্যে, পুঁথি এবং রূপকথার অঞ্চলে, এবং সন্ধান করেছেন 888sport promo codeর রেপ্রেজেন্টেশনকে। এই ধারার দুটি প্রকাশ এখন চোখে পড়ে। একটি ধারায় আছেন আবদুস শাকুর, যিনি মহুয়া ও মলুয়ার গীতলতা, তাদের 888sport live football-আরোপিত, চরিত্রগত গুণাগুণ তাঁর চিত্রায়ণে হাজির করেন। প্রচলিত ধারার বাইরে যাননি শাকুর, নতুন কোনো ‘যুগোপযোগী’ ব্যাখ্যাও এসব চরিত্রের নেই তাঁর ক্যানভাসে। অন্য ধারায় চোখে পড়ে বেহুলার মতো বহুমাত্রিক চরিত্রকে আধুনিক কোনো অনুষঙ্গে উপস্থাপনার প্রয়াস। তরুণ ঘোষ বা ঢালী আল মামুন এই ধারায় কাজ করেছেন।
তরুণ ঘোষ একটি সমাজচিন্তার ভেতর বেহুলার প্রাসঙ্গিকতা খুঁজেছেন, ঢালী তাঁর চিত্রায়ণে আরো র্যাডিক্যাল ব্যাখ্যা দেন। কিন্তু উভয়ের কাজে বেহুলার চরিত্রটি মিথের অঞ্চল থেকে সমসাময়িকতার অঞ্চলে পা রাখে – প্রতীক হয়ে ওঠে।
পুঁজিবাদী সমাজে 888sport promo codeকে যখন পণ্যের মোড়কে হাজির করা হয় তখন তা সমাজের প্রচলিত নীতি ও শ্রেয়বোধকেই বিপন্ন করে তোলে। যে কয়েকটি ক্ষেত্রে এই প্রবণতা বেশি দৃশ্যমান, তার মধ্যে আছে দৃশ্যমাধ্যম – বিশেষ করে সিনেমা, এবং বিজ্ঞাপন। সিনেমার নায়িকাদের যেভাবে উত্তেজক নানা ভঙ্গি এবং পোশাকে দেখানো হয়, শিশির ভট্টাচার্য্যরে কিছু কাজে তাকে বিদ্রƒপ ও স্যাটায়ারের সাহায্যে পুনঃউপস্থাপন করা হয়েছে। 888sport promo codeর পণ্যায়ন শিশিরের কাজে একটি নতুন চিন্তার সূত্র ধরে বিম্বিত হয় – এবং সূত্রটি হচ্ছে পুঁজির সঙ্গে ক্ষমতার নিবিড় সম্পর্ক, যা কোনো নীতিবোধকে স্বীকার করতে রাজি হয় না। পুঁজি ও ক্ষমতার মিলনে, শিশিরের ভাষায়, যে-‘খেলা’র শুরু হয়, তাতে রাষ্ট্রক্ষমতার অধিকারী থেকে নিয়ে ভাঁড় পর্যন্ত নিজ নিজ ভূমিকা পালন করে যায়, এবং এই খেলায় 888sport promo codeর অবস্থানটি আরো শোচনীয় হয়ে ওঠে। শিশিরের সমসাময়িক অনেক 888sport live chatী 888sport promo codeর এই নতুন সংকটকে তদন্ত করেছেন, এবং এর ফলাফল যখন তাঁদের কাজে তুলে ধরেন, তখন ওই স্যাটায়ারের সঙ্গে কৌতুক, ক্ষোভ এবং আয়রনির একটি সংযুক্ত প্রকাশ তাতে দেখা যায়।
চার
তবে 888sport promo codeর অবস্থানের সবচেয়ে সংবেদনশীল প্রকাশটি ঘটেছে কয়েকজন 888sport promo code888sport live chatীর কাজেই। এতে অবাক হওয়ার কিছু নেই, কারণ তাঁরা অনেকে নিজস্ব অভিজ্ঞতা এবং উপলব্ধি থেকে এসব ছবি এঁকেছেন। আমাদের 888sport app download for android আছে, নভেরা আহমদ ‘888sport promo codeর লিখনে’র চিন্তা থেকে তাঁর 888sport promo codeমূর্তি না গড়লেও তাতে 888sport promo codeর একটি আলাদা পরিচিতি তৈরি হয়েছে। আর রোকেয়া-দীপা হক-জলি-এ্যানি-নীলুফার-তৈয়বা-সুলেখার মতো 888sport live chatীরা তো সচেতনভাবেই চাইছেন 888sport promo codeর নিজস্ব লিখনটি ফুটিয়ে তুলতে। কনকচাঁপা চাকমার ছবিতে চাকমা 888sport promo code যেমন আগের সেই প্যাস্টোরাল অনুষঙ্গে বিধৃত হতে পারে না – যেহেতু তানভীর মোকাম্মেলের কর্ণফুলীর কান্নার প্রেক্ষিতে প্যাস্টোরালিজমের দিন কবেই শেষ হয়ে গেছে – তেমনি কুড়ির শতকের শেষ দিকে এসে 888sport promo codeর অবস্থান আর কখনো আগের মতো নেই। 888sport promo codeবাদী চিন্তা-ভাবনার সক্রিয় অনুসারী না হলেও যে-কারো চোখে ধরা পড়বে তাদের ক্ষয়িষ্ণু অবস্থানটি। যত ধর্মীয় উগ্রবাদ বাড়ছে, তত সংকুচিত হচ্ছে 888sport promo codeর পরিসর। বস্তুত গত চার বছরে 888sport promo codeকে ছেড়ে দিতে হয়েছে তার অনেকখানি মুক্ত অঞ্চল। এখন যেটুকু আছে, তা চলে যেতেও সময় লাগার কথা নয়। কাজেই নিজের অবস্থানটি, নিজের একান্ত ব্যক্তিগত স্পেসটি সুরক্ষার জন্য তাকে ভাবতে হবে। আর, একসময় উন্নয়ন 888sport live footballে যে ‘888sport promo codeর ক্ষমতায়ন’ নামে একটি সক্রিয়তার কথা বলা হতো, তা যেন অনেকটাই পুরুষের ইচ্ছার ওপর নির্ভরশীল। পুরুষ 888sport promo codeকে ক্ষমতা দেবে – এই প্যারাডাইমটি একটি অথর্ব চিন্তা। এর বিপরীতে এখন 888sport promo codeই নিশ্চিত করবে 888sport promo codeর ক্ষমতায়ন – এই চিন্তাটি সক্রিয়। অর্থাৎ 888sport appsেও 888sport promo codeরা তাদের নিজেদের ক্ষমতায়ন নিয়ে ভাবছে; পুরুষতান্ত্রিক ব্যবস্থা তাদের যে রেপ্রেজেন্টেশনের ছাঁচে ফেলে বেশ চকচকে ভাবে উপস্থাপিত করেছে, তাকে ভেঙে নতুন রেপ্রেজেন্টেশনের পথ খুঁজছে 888sport promo codeরা। 888sport promo codeর লিখন তাই এখন একটি সামাজিক-সাংস্কৃতিক-অর্থনৈতিক-রাজনৈতিক এজেন্ডার নাম, যদিও এটি সাড়ম্বরে, কোনো প্রকল্পের মাধ্যমে ঘটবে না। ঘটবে প্রতিটি 888sport promo codeর নিজস্ব চিন্তায় একটি গুণগত পরিবর্তনের মাধ্যমে।
কিন্তু তার আগে যে অসম, বিরোধী এবং নিষ্পেষণ ও শোষণমূলক অবস্থায় 888sport promo codeরা আছে, সে-সম্পর্কে কিছু স্পষ্ট চিন্তা থাকতে হবে, এবং কেন, কীভাবে এই অবস্থার সৃষ্টি হলো, কারা এর জন্য দায়ী এবং তাদের (এবং তাদের চিন্তা-ভাবনার) প্রতিরোধ কীভাবে সম্ভব, সে-ব্যাপারেও স্বচ্ছ ভাবনার প্রয়োজন আছে। এই কাজটি আমাদের 888sport live footballে হচ্ছে, সামাজিক ডিসকোর্সে হচ্ছে, 888sport live chatকলায় হচ্ছে। এরকম কিছু উদাহরণ দিয়ে এই 888sport liveটি শেষ করা যায়। নাগরিক জীবনের ক্লান্তি ও নির্বেদ, এবং সেইসঙ্গে অর্থহীনতা, একটি স্থির কেন্দ্রের অভাব অথবা স্থির কেন্দ্র বলে কিছু নেই, সেই বোধ থেকে উৎপাদিত অবসাদ এসব অনুভূতি অথবা অনুভূতিহীনতা যখন জীবনকে সীমাবদ্ধ করে তোলে, তখন মানুষের নানা সম্পর্কে তার ছায়া পড়ে। নগর জীবনে 888sport promo codeর কী অবস্থান? দাম্পত্য সম্পর্কগুলিই বা কেমন? এই বিষয়গুলির ওপর সংবেদী দৃষ্টি বুলিয়েছেন নাজলী লায়লা মনসুর, তাঁর অনেক কাজে। 888sport promo code থাকে সেই অবসাদগ্রস্ত জীবনে একটি ছায়ার মতো; কখনো রিকশায় চড়ে সে যায় কোনো অনিশ্চিত গন্তব্যে, কখনো নিজের ঘরে অপরিচিতের মতো দিনযাপন করে, কখনো পার্কে বসে থাকে নিশ্চল বস্তুর মতো। 888sport promo codeর এই অবস্থা আসলে সমাজের সার্বিক গতিহীনতারই প্রতিফলন। কিন্তু নাজলী একটি আখ্যানের কাঠামোয় যখন তাকে সাজান, অনেক বেশি শক্তি নিয়ে আমাদের সামনে তা ধরা দেয়।
প্রতিদিনের জীবনে 888sport promo codeকে যে নানা অবস্থান গ্রহণ করতে হয়, তার ছবি আঁকেন রোকেয়া সুলতানাও। তাঁর ম্যাডোনা সিরিজটি 888sport promo codeকে অনেকগুলি দৃষ্টিকোণ থেকে দেখে, এবং নাগরিক নানা সংকট – নিরাবেগ, ইন্দ্রিয়সর্বস্বতা থেকে নিয়ে 888sport promo codeকে ক্রমাগত একটি ক্ষুদ্র আয়তনে বন্দি করে ফেলার প্রবণতা তাঁর ছবিতে প্রতিফলিত হয়। দিলারা বেগম জলিও 888sport promo codeর ক্রমাগত সংকুচিত হতে থাকা স্পেসটুকুকে সামনে নিয়ে আসেন, তাঁর ছবিতে 888sport promo codeর অন্তর্গত নানা যন্ত্রণার পাশাপাশি দ্রোহ এবং স্বপ্নকথার বর্ণনা উঠে আসে। নাসরীন বেগমের একটি কাজে (গার্ডেন-৩) 888sport promo codeর গৃহকোণে নির্বাসিত হওয়ার বিষয়টি স্পষ্ট হয়। আবার দীপা হক রাতের 888sport promo codeদের উপজীব্য করে ছবি আঁকেন, তাতে একটা দ্রোহ ছায়া ফেলে। নাইমা হকের ছবিতে সামাজিক অবস্থানে 888sport promo codeর প্রসঙ্গটি আসে, এবং তাতেও 888sport promo codeর ঊণজনে বৃত্তাবদ্ধ হওয়ার কথাটি থাকে। নীলুফার চামানও আঁকেন 888sport promo codeর প্রতিবাদ ও দ্রোহের কথা, যেমন তৈয়বা বেগম লিপি তৈরি করেন 888sport promo codeর নিজস্ব ভুবনের নানা গল্প। সেই গল্পে 888sport promo code কখনো পুতুল, কখনো কঠিন কোনো গার্হস্থ্য ফ্রেমে বন্দি মানুষ। আবার ফারেহা জেবা 888sport promo codeকে বড় পরিসরে স্থাপন করে দেখাতে চান, বৈশ্বিকভাবেও 888sport promo codeরা নিগৃহীত, তার নিজস্ব সৃষ্টিশীলতা, তার স্বকীয়তা চাপা পড়ে যায় পুরুষতন্ত্রের দাবিসমূহের নিচে। এবং এ ব্যাপারে ফ্রিদা কাহলো তাঁকে প্রণোদনা দেন। আতিয়া ইসলাম এ্যানি 888sport promo codeকে কিছু পরিচিত আইকনের আড়ালে (যেমন মোনালিসা) অরক্ষিত এবং পুরুষ দৃষ্টির অধীনে বন্দি এক বিপন্ন সত্তা হিসেবে তুলে ধরেন। তার 888sport promo code ও সমাজ এই বিপন্নতাকে মূর্ত করে তোলে। সুলেখা চৌধুরী কাপড় ঝুলানোর হ্যাঙারের মতো গার্হস্থ্য কিছু বস্তুকে প্রতীকের আদলে নিয়ে আসেন 888sport promo codeর ঝুলন্ত অবস্থার বর্ণনা করতে। 888sport promo code এখন দড়িতে লটকানো বস্তু – তার সকল স্বাধীনতা অন্তর্হিত। এবং শুধু শহুরে 888sport promo code নয়, গ্রামের একটি সাধারণ মেয়েও যে 888sport promo codeর অরক্ষিত অবস্থার কত শক্তিশালী প্রতীক হতে পারে ফরিদা জামানের কাজ তার সাক্ষী। তার সুফিয়া চরিত্রটি এরকম এক বিপন্ন কিশোরী, যার ওপর দায় বর্তায় সমাজের একশ অসংগতি, অন্যায় আর অবিচারের একটি ধারাপাত রচনার।
আধুনিকতার বেশ কিছু রীতিবদ্ধ প্রকাশ, চিন্তা-চেতনা ও অভিপ্রায় যখন আধুনিকতার শুরুর উদ্দেশ্যগুলিকে প্রশ্নবিদ্ধ করতে থাকল; নানা আদর্শবাদ, চূড়ান্তবাদ, একত্ববাদের প্রচলন ঘটতে থাকল; পুঁজিবাদ, জাতীয়তাবাদী (এবং আধিপত্যবাদী) ইতিহাসচর্চা এবং উপনিবেশিকতার চর্চা বৈধতা পেতে থাকল এবং আধিবিদ্যাগত ঈশ্বরচেতনা পরিব্যাপ্ত একটি রূপ পেল, তখন একে রুখে দিয়ে কিছু প্রবণতা সক্রিয় হয়ে উঠল, যাদের নানাভাবে ব্যাখ্যা দেওয়া হলেও উত্তর-আধুনিকতার বর্ণনাটি শেষ পর্যন্ত এর একটি পরিচয় হয়ে দাঁড়াল। 888sport appsের উত্তর-আধুনিকতার কিছু প্রবণতা স্পষ্ট হয়ে উঠেছে, এবং এসব প্রবণতার আধুনিকতার অনেক নির্মাণকে ভিতর থেকে ভেঙে ফেলা হচ্ছে। 888sport promo code পুরুষ অসম বিভাজন তেমনি একটি বিষয়, যা আধুনিকতা অনেক সময় 888sport apkের দোহাই দিয়ে মেনে নিয়েছে। পুঁজিবাদে এই বিভাজন স্বতঃসিদ্ধ। সমাজতত্ত্বে এটি যেন স্বীকৃত। সেজন্য এই বিভাজনের চিহ্নগুলি পুনঃপরীক্ষা করলেন অনেক 888sport live chatী। উচ্চ888sport live chat-নিম্ন888sport live chatের পার্থক্যটিও তাঁরা ঘোচালেন। বিভিন্ন 888sport live chatধারার সংমিশ্রণ ঘটালেন সহজেই। ক্যানভাস, ভাস্কর্যের নানা উপাদান, ভিডিওগ্রাফি এবং স্থাপনা888sport live chatের সংযুক্তি ঘটালেন। এরকম একটি অবস্থায় 888sport live chat যখন নিজেই ভাঙছে বিভিন্ন অচলায়তন, তখন সেই 888sport live chatের জন্য 888sport promo codeর জন্য একটি অবস্থান গ্রহণ সহজ হয়ে পড়ে। 888sport appsের অনেক 888sport promo code888sport live chatী উত্তর-আধুনিকতার অনুষঙ্গগুলি ব্যবহার করে রীতিবদ্ধ পুরুষতান্ত্রিক সমাজকে অবনির্মাণ করছেন, ভেতর থেকে ভাঙছেন। এই কাজটি ক্রমশ গতিশীল হচ্ছে, এবং এর ফলে হয়তো একসময় 888sport promo codeর লিখন একটি স্বীকৃত পন্থা হয়ে দাঁড়াবে, এবং পুরুষ-দৃষ্টিতে কিছুটা হলেও এর প্রভাব পড়বে।
পঞ্চম বর্ষ, তৃতীয় 888sport free bet, বৈশাখ ১৪১৫, এপ্রিল ২০০৮


Leave a Reply
You must be logged in to post a comment.