তুমি চলে যাওয়ার পর আমাদের দীর্ঘদিনের
টেলিভিশনটা নষ্ট হয়ে গেল। ওটা আর
কোনোদিনই চালু হবে না। কোনোদিন পর্দা হবে না
সবুজ-সুনীল। এখন চোখে চোখে নিদ্রাহীন
নুহের প্লাবন। অন্য চোখে উল্লাস প্রবল
ফাঁকা ছায়াহীন একটা ঘর কেবল
মায়ার টানে কপিকল ঘুরে।
আমার বাবা বললেন, দেখো এর চেয়ে ভালো
একটা টেলিভিশন তোমাদের এনে দেব
আমরা তখন একসাথে বলে উঠি – না না না …

Leave a Reply
You must be logged in to post a comment.