চাটগাঁ থেকে আসছি 888sport appয়, চাটগাঁ
স্টেশনে যারা আমার সঙ্গে ছিলেন
তাদের অনেকেই আমাকে দেখলেন
খুটে, খুটে।
সেই শ্রাবণ সন্ধ্যায়
তারা আমাকে উপদ্রব মেনে নিয়ে
দ্রুতলয়ে নামলেন ট্রেন থেকে।
সেই কামরার, কালো কোট পরিহিত একজন লোক
প্রচণ্ড ধিক্কার দিয়ে বললেন নিজে,
নিধনের খেলা চারিদিক
তার মাঝে
এভাবে যাত্রা নিরাপদ নয়, গত সন্ধ্যায় এই
দ্রুতযানে
দুইজন চলে গেছে ঘাতকের হাতে।
অপরাধ?
কালো কোট বললেন কেঁদে
লোক দুটি অপরাধী খুব
মুক্তিযুদ্ধে গিয়েছিলো,
(সেই অপরাধে)।

Leave a Reply
You must be logged in to post a comment.