একদিন যাবো

মৃণাল বসুচৌধুরী

ইতিহাসে অবিশ্বাসী

নতুন প্রজন্ম এসে ডেকে গেল

আবিরখেলায়

পাখিদের অসম উড়াল

ঋতুচক্রে অন্তহীন নিঃসঙ্গ 888sport slot game

অভিজ্ঞান

পরিদের মায়াময় হাসির মুগ্ধতা

শরীরের আদিম সৌরভ

ঘুমের ওষুধ কিংবা

সামুদ্রিক লোভ

সমস্ত সরিয়ে রেখে

যাবো বলে

পা বাড়াতেই

ছুটে আসে কলাবতী সাপ

বেজে ওঠে সুরেলা নূপুর

 

যাবো

অলৌকিক নৃত্যকলা

উন্মুখ সাঁতার

অসমাপ্ত কান্না আর

স্বপ্নের বিভ্রম ফেলে

তোমাদের আবিরখেলায়

একদিন   শব্দহীন

দ্রোহহীন

ঠিক মিশে যাবো

ডাকাবুকো পোশাক সরিয়ে

ছুঁয়ে আসবো

তোমাদের বিশুদ্ধ শরীর