এক তরবারির সঙ্গে

রেজাউদ্দিন স্টালিন

হাতে এখন আর তরবারি নেই

ভাঙা তরবারির চেয়ে নিরস্ত্র হওয়া ভালো

এখন শুধু নিহতের ছায়াগুলোই জীবিত

আর আমি লুকাতে চাই আমার ছায়া

 

সামনে স্বর্গ ও নরকের সীমামত্ম

চারজন কবির সাথে দেখা হবে

মূলত তাদের ছায়ার সঙ্গে

পৃথিবীর আগের ও পরের সব রহস্যের ব্যাখ্যাতা

এবং আমি সেই বিখ্যাত ছায়াদের আলিঙ্গন করবো

আর হয়ে উঠবো অবি888sport app download for androidীয় পথ

এবং পৌঁছে যাবো পদ্মা মেঘনা ও ব্রহ্মপুত্রের দেশে

কিন্তু দীর্ঘদিন আমি আর পথ থাকবো না

বরং সৈনিক হবো যে ভুলে থাকে তার সর্বস্ব

একদিন আমি আর সৈনিক থাকবো না

বরং নাবিক, যে সমুদ্রফেনায় সম্মোহিত

একসময় নাবিক থাকবো না

বরং তার মাথার ওপরের অসীম আকাশ

যে নক্ষত্রের আলোয় তৃপ্ত

একদিন আর আকাশও হবো না

বরং বৃক্ষ যে আচ্ছাদিত পাতায় পাতায়

কালে কালে আর বৃক্ষও নয়

বরং আবার সেই পথ

যেখানে দেখা হবে বারবার এক তরবারির সঙ্গে