এ-মাটি ভেজাব ফের

ফারুক মাহমুদ

 

প্রতিটি বৃক্ষের সঙ্গে একটি করে মানুষ থাকেন

পুরুষ-প্রকৃতি নয়, 888sport promo code-শিশু ভবঘুরে নয়

নয় সে রাজার দম্ভ, প্রজা বটে-খুব সাধারণ

সোনার শৃঙ্খল রাখো, ভালোবাসো রৌদ্র-বৃষ্টি ঘাস

সহজ চিন্তার মতো কেউ যদি মহত্ব অাঁকেন

সে হবে স্বপ্নের চুড়ো যথাযথ সুখের সময়

প্রতিটি শিশিরবিন্দু হয়ে যাবে অপার আকাশ

গৌরবে জানানো যাবে প্রশান্তির শুভ জন্মক্ষণ

 

কলহ, তোমাকে বলি, শান্ত হও, বসো বৃক্ষতলে

এ-মাটি ভেজাব ফের আমাদের চুক্ষুঝরা জলে