888sport app download apkর মুহূর্ত

বাড়ি ছিল মধুপুর গিরিডির

কোন্ খনি আর জঙ্গলের ধারে

ছোট্ট ঝোরা পাথুরে পথে ঘোরা

খানিক গান অনেক কথার মাঝে

বদলে গেল জীবন-পাঠ

চমকে উঠে সরিয়ে দিলাম

বইয়ের পাহাড়

ডুব দিলাম ওই গভীর

গিরিখাতে

উপত্যকায়

নদীর গভীর জলে

চুপচাপ

রাতে ঘুম নেই

পাতায় আঁকিবুকি

কলম টেনে আঁচড় কাটা

সেও রইল বাকি

একটাই সুর একটাই তান

মুহূর্তটাই সব

মুহূর্তটাই সব