শিহাব সরকার
ধ্রম্নবসত্য অবশেষে বোবাকান্না, কাটাকুটি
ছিঁড়ে-ছেনে কত পঙ্ক্তি বানাই, পঙ্ক্তি ভাঙি
ছিল এইসব আমাদের কুহেলিকালে
নিকষ অন্ধকারে এখন চোখ খুলি
রাত জেগে সারারাত তারা খুঁজি আকাশে।
নক্ষত্রেরা জ্বলে ওঠে কী মনোহর উজ্জবল
আকাশের ওপারে শোক, আহা, ওই সুপারনোভা!
অন্ধগলি ধরে হাঁটার পরে মৃত্যুর কুয়াশা
পথ গিয়ে ঢুকেছে হারানো গুহামুখে।
ওইখানে মায়াপুরী, আরো কত রেশমি ফাঁস
পালাতে পেরেছে কেউ, নেশার ঘোরে যদিও
বেরোলে কেউ ফেরে না… সবাই নিঃস্ব ভিখিরি
ঘোর কাটে একদিন, জেগেছে আজ প্রত্ননদী
থাকো পাতাঝরা, রাস্তা, থাকো সব পুরো888sport promo code।
ধ্রম্নবসত্য কাটাকুটি, অন্ধ নাবিকের কান্না
পঙ্ক্তি ফোটে দৈব বিভায়, তারপর নিভে যায়।

Leave a Reply
You must be logged in to post a comment.