সুমন রায়হান
আকাশের ওপারে আকাশের নীল
মেঘের আড়ালে 888sport app পড়ে নীল
আবারো দীপ্তিময় হয় নীলের আধিপত্য
কাগজ কুড়াতে কুড়াতে
কাগজ কুড়ানি মেয়ে
থলের মধ্যে ভরে নেয়
টুকটুকে লাল গোলাপ দীপ্তিময়
আর উদ্যানের আলোকিত আকাশে
সবুজের সমারোহ ভরে নেয়
বাগানের ঘাসফুল।
দীপ্র দুপুরের ঝলকানিতে রোদেলা আগুন
পুড়ে পুড়ে নিঃশেষ শীতের সন্ধ্যা
তারারা কক্ষচ্যুত নতুনের আগমনে
অন্ধকারে আকাশ কালো
চাঁদ আর মেঘের লুকোচুরি খেলা
খুঁজে পায় দেওয়া নেওয়ার মিল
কলমের সর্বাঙ্গ জয় করে নেয়
কাগজ কুড়ানি মেয়েটির
ওষ্ঠে ফোঁটা ওই কালো তিল।

Leave a Reply
You must be logged in to post a comment.