যা কিছু মাটি ফুঁড়ে ওঠে তাই হলো পাথরের কেল্লা
গাছ হোক টিলা হোক সুখী ঘরবাড়ি হোক
ওপর থেকে ছুটে আসবে ঝাঁকে ঝাঁকে তীর
প্রাকার থেকে ঢেলে দেবে জ্বলন্ত তেল
যদি তুমি কাছে যাও অস্ত্র হাতে নিয়ে
যা কিছু আঘাত করে তাই হলো পাথরের কেল্লা
প্রেম হোক ঘৃণা হোক সন্তানসন্ততি হোক
হৃদয় থেকে বেরিয়ে আসবে রাশিরাশি স্ফুলিঙ্গ
কেল্লা দখল করতে না পারার ক্ষোভে
যা কিছু ভেঙে গিয়ে মাটিতে মিশে যায়
তাই হলো পাথরের কেল্লা মানুষের ভেতরকার শক্তির নিয়তি

Leave a Reply
You must be logged in to post a comment.