মোস্তফা তারিকুল আহসান
সমুদ্র তার ইচ্ছেমাফিক বৃষ্টি ঝরায়
এরকম মতের সাথে আমার সায় নেই
আমি জানি বৃষ্টিকে চাইতে হয় গভীর আততি দিয়ে
বৃষ্টি চেয়েছিল সনকা
বৃষ্টি চেয়েছিল খুলস্ননা
বৃষ্টি চেয়েছিল চাঁদসওদাগর
আমরা পরিবেশ আর 888sport apk বিষয়ে
যা যা ব্যাখ্যা দিচ্ছি সব ভুল ভাবা যায়
গাছলতাপাতা পোকামাকড় আর মানুষ গভীরভাবে
চাইলেই সে আসে
ঘন কালো মেঘের সঞ্চার হয় আকাশে
আর বেহুলা নৌকা ভাসায়
ঈশ্বরী পাটুনি খেয়া পারাপার করে
আমরা তাকিয়ে থাকি আকাশ জুড়ে বৃষ্টিখেলার দিকে
এখন খুলনার আকাশে ধুমল বৃষ্টি
সাগর কি জানে এর সব রহস্য?

Leave a Reply
You must be logged in to post a comment.