সৈয়দ আল ফারুক
অনেকটা এক্স (X)-এর মতো দেখতে কাঠের রেহেল
রেহেলের ওপর খোলা কোরান শরিফ
জায়নামাজে বসে আছেন বাবা
তার দরাজ কণ্ঠ থেকে ঝরে পড়ছে সুরেলা উচ্চারণ
উঠোনে মাটিতে বিছানো পাটি
উদোম শরীরে সর্ষে তেল মেখে-মেখে
বাচ্চাটাকে ঊরু-কোলে মেলে ধরছেন মমতাময়ী মা
আর পবিত্র উচ্চারণে তেলাওয়াত করছেন
সন্তানের হাসিমাখা মুখ
বিছানায় আধশোয়া, দ-য়ের মতো পড়ে আছি আমি
জানালার ফাঁক গলে ঢুকে পড়েছে ডোরাকাটা রোদ
ঘুমভাঙা রোদের ওম নিতে নিতে
আমি মন্ত্রমুগ্ধের মতো আত্মস্থ করতে থাকি
আমি মন্ত্রপাঠের মতো আত্মস্থ করতে থাকি
রবীন্দ্রনাথের পবিত্র 888sport app download apkগুলো
আমার কোলের ওপর মেলে-ধরা সঞ্চয়িতা থেকে
আমার বুকের ওপর ফেলে-রাখা গীতাঞ্জলি থেকে।

Leave a Reply
You must be logged in to post a comment.