পুড়ে গেছে বাড়িঘর, উড়ে গেছে মেঘের পালক
ফেনা ফেনা লোনাজলে ডোবে ভাসে রাত জাগা খেয়া
কখনো কি মনে পড়ে গুঁজে রাখা ময়ূর ঝালর
কীভাবে সামলে থাকা দারুণ হিসেবি দেয়ানেয়া
হিসেবের খাতা জুড়ে বেশ কিছু বেহিসেবি দিন
শুকনো ফলের মতো মায়াময় কালো, পচা লাশ
সহজে যায় না ফেলা, ক্রমাগত বেড়ে চলে ঋণ
উঁচু মাথা নিচু হয়, খুঁজে চলে তুরুপের তাস
কোথায় খুঁজবে তাকে, উড়ো পাতা ভেসে গেছে কবে
যে পথে যখন গেছে সবকিছু পুড়ে ছারখার
পোড়া ঘরে যারা আছে, ডেকে দেখো – বলে সব লোকে কাল রাতে নেশা ছিল, আজ শুধু আছে হ্যাং ওভার

Leave a Reply
You must be logged in to post a comment.