পাখির মতো একলা থাকি ডালে

দিনে রাতে শুনতে থাকি পাতা ঝরার গান

নদীর মতো ভাঙতে শিখে গেছি

ইচ্ছেগুলো ভর দুপুরে করছে অভিমান।

দু-একটা এমন কথা হাওয়ায় এসে

বুকের ভেতর তীরের মতো বিঁধে

এমন মানুষ থাকতে পারে কেউ

কখনো ভাবতে পারি না যে।

কী যে করি কোথায় যে যাই

সবাই কেমন পর

তুমি এবং উঠান দুয়ার কিছুই আমার নয়

এ জীবনে মেয়েদের তো থাকে না কোনো ঘর।