চাঁদের টিপ

(বর্ণমালা আ থেকে র)

সারা রাত চৌবাচ্চার জলে চাঁদ ধরি।

ধরি ধরি আর ধরতে পারি না,

ভোর হওয়ার সাথে সাথে

কপালের টিপ হয়ে পথে নামে সে

নানান রঙে

বেগুনি আকাশি হলুদ সবুজ কমলা লাল ও নীল

আমি তারে এইভাবে পথে পাই; পথে পথে

চাঁদের মতোই আলো করে ছড়িয়ে পড়ে চারদিকে

আর 888sport promo codeর হৃদয়ের মতো ভেঙে পড়ে

পুরুষের হৃদয়ের ওপর।