তন্দ্রাচ্ছন্ন পড়ে থাকি এক কোণে

নিস্তব্ধ গভীরতায় ঝাঁকে ঝাঁকে

স্বপ্ন এসে তাড়িত করে

প্রতিশ্রম্নতির মুগ্ধতায় চোখে বুনে দেবে

সবুজ ফসলের সম্ভার

কোনো একদিন কেউ

আশ্বাসের বিভোরতায় সযত্নে তুলে নিয়ে

গেছে হৃৎপিণ্ড অসমাপ্ত গল্পের ফাঁদে

শত শত কাকের করুণ আর্তনাদ

বেজে ওঠে নিউরনে

অনুভূতির মর্মরতা থেমে যায়

তার হাতের মুঠোয় মৃত মাছের মতো

নিষ্প্রভ চেয়ে থাকে

যাবতীয় সাংসারিক চেতনা।