জন্মান্ধ সুন্দর

ছায়ার ভেতর বাগান

সেখানে বৃক্ষর পরিচর্যা নেই

আগাছায় 888sport app গোলাপগাছেরা

ভুলে গেছে ফুল ফোটানোর বৃত্তান্ত

বকুলগাছের পাতা ঝরে

লতা-গুল্মের সর্পিলতা চারদিক

তালগাছের কা- ছোঁয়ার স্বপ্ন নিয়ে

বামন গাছটি উঁচু হয়ে দাঁড়ায়

লোকটি দেখেনি হৃৎকমলের গোপন সুন্দর –

পাতার বিন্যাস

সে ভুলে গেছে জন্মান্ধ হোমার উপাখ্যান।