তোমার পাঁজরে জোড়া কবর খুঁড়ে রেখো, দুজনে ঘুমিয়ে
থাকবো পাখির ছানার মতো … ছুটির দরখাস্ত দিয়ে
রেখেছি মালিকের কাছে, মঞ্জুর হোক বা না হোক
আমি আসবোই মানকচুর পাতা মাথায় তোমার
চোখের মেঘ থেকে ইলশেগুঁড়ি বৃষ্টি নামলে, জানি
দেখা হবে না … আমাদের পায়ের ছাপ ধরে
এখনো ঘুরে বেড়ায় এতিম কৈশোর, যৌবনের ভরাবিলে
গোলাপি শাপলা শোল মাছের পোনার সাথে হোলিখেলায়
মাতে … ইশারায় ডাকে … বারুদের গন্ধের বাউন্ডারি কতইবা
বিচ্ছিন্ন করে রাখবে আমাদের দুটি সকাল! ঘুমের ক্যানাল
সাঁতরিয়ে ঘুমিয়ে পড়বো হারানো পাঁজরে, এলিয়েনরা
করতালিতে বরণ করে নেবে বিরল ফুলের
পাপড়ি ছিটিয়ে, পৃথিবী কি হাফ ছেড়ে বাঁচবে! …

Leave a Reply
You must be logged in to post a comment.