ডে‌ভেলস ব্রেথ

সৌগন্ধহীন সাদা পাউডার যখন দিগন্তের পেছনে ছুটতে থাকে

তখন হাওয়ায় উড়তে থাকে শূন্যতা!

নৈঃশব্দ্যের ভেতরে মুদ্রিত হতে থাকে রঙের খেলা!

নিঃশ‌ব্দে অ‌চেনা পথ অ‌চেনা মানুষের অনুগত হ‌তে হ‌তে জীবন খে‌য়ে ফে‌লে

ডে‌ভেলস ব্রেথ! কতটা নতজানু হ‌লে বেমালুম সব ভু‌লে

গি‌য়ে সর্বস্বান্ত হ‌লে মুক্ত হওয়া যায়? এই রক্তাক্ত বি‌কেল

বিমূঢ় অ‌সিত্মত্ব, প‌চে যাওয়া মগজ, পাঁজর ভাঙার শব্দ, হিংসা

ও মৃত্যুর কা‌ছে নি‌য়ে যায়! গা ঘেঁ‌ঁষে কোন চক্র অজ্ঞানতার

গহি‌নে নি‌য়ে যাচ্ছে? স্বপ্নগু‌লো ফু‌টো ক‌রে দি‌চ্ছে কারা?

মহাজগৎ দেখার মো‌হে আ‌মিও এক‌দিন দৌড়ে‌ছিলাম

ভূ‌তের বাঁশির সুরের মধ‌্য দি‌য়ে … মাকড়সার জা‌লে ঝুল‌ছিল

হা‌ড়ের কংকাল, থেব‌ড়ে যাওয়া নাক ও চো‌খের ক‌ণিকা

জীবন বড় ক্লান্ত এখন অস্পষ্ট আর লুপ্ত প্রেম যেন ভূ‌মিহীন

মানু‌ষের গল্প! চাঁদ ও সা‌পের খেলা দেখ‌তে গি‌য়ে যারা

ওঝার খপ্প‌রে প‌ড়ে‌ছিল তারা আর বা‌ড়ি ফি‌রে আসেনি!