তুমি তো চাওনি যেতে; তবু এক দুর্দান্ত ঈগল
তোমাকে নিয়েছে তুলে – যেন এক ঝাঁকের ইলিশ।
তখন কি ন্যূনতম কেঁপেছিল জলের হৃদয়? যূথবদ্ধ ইলিশের
সমুদ্র-বিহার কি থমকে গিয়েছিল অকস্মাৎ?
আর কী আশ্চর্য, দ্যাখো – তোমার জীবন
উঠেছিল বেড়ে এই মেঘনার এই যমুনার কাদাজলে;
চৈতন্যে জড়িয়েছিল ইলিশের তীব্র লোনা স্বাদ।
সামান্য পানীয় – স্কচ প্রিয় বটে, তবে ওয়াইনেও আপত্তি
ছিল না কখনো, বিয়ারও চলতে পারে যদি মেলে বাড্ওয়াইজার;
সঙ্গে লেবু ও লঙ্কায় মাখা কয়েক টুকরো শসা।
গুটিকয় ঝলসানো মাছ, শুকনো বাদাম কিংবা
হলদেরামের চানাচুর আর দু’একটি প্রিয়মুখ, আড্ডা-
এমন বর্ণাঢ্য সন্ধ্যা ফেলে, বলো, কে বা চায় যেতে?
মাঝেমধ্যে যাই সাকুরায়, বসি তোমার টেবিলে;
চোখ চলে যায় পার্শ্ববর্তী আরোগ্যশালায়। কতো
মাছ পড়ে যায় ঈগলের ঠোঁট থেকে – কী এমন ক্ষতি, আহা,
যদি তোমারও তেমন হতো…
চারপাশে মানুষের বাঁধভাঙা ঢল, শূন্য শুধু
তোমার আসন; ঠিক শূন্য নয় সেখানে থাকেন বসে একা
কিছু স্বপ্ন, অলিখিত কিছু গানের বেদনা আর যতো
অতৃপ্ত বাসনা।
তাকে বলি, এসো ভাই, কিছুক্ষণ বসি পাশাপাশি;
আমাদের বন্ধু আজ নেই – তারচেয়ে বড়ো কথা-
একজন সম্ভ্রান্ত মানুষ নেই – পৃথিবীর মহান প্রেমিক,
যিনি 888sport app download apk ও 888sport promo code, সামান্য পানীয়, দু’একটি প্রিয়মুখ,
আলুভর্তা, ঘনডাল, টমেটোর টক আর সরষে ইলিশ-
এইসব ফেলে কখনো চাননি যেতে…
মানুষের তুমুল গর্জনে সব 888sport app পড়ে যায়।

Leave a Reply
You must be logged in to post a comment.