তোমার সঙ্গে

মৃণাল বসুচৌধুরী

 

তোমার সঙ্গে হাঁটবো বলেই এই অবেলায়

বকুলতলায়

ছড়িয়ে দিলাম বর্ণমালা

উড়িয়ে দিলাম পোষ্য আমার পায়রাগুলি

দীর্ঘশ্বাসের জীর্ণ মোড়ক টুকরো 888sport sign up bonus

অলীক ঠোঁটের শীৎকার নয়

ভিন্নমুখী

ভুলের আগুন

মৌন শপথ   স্বপ্নভাষা

জন্মলোলুপ            মুগ্ধতা আর

পরশপাথর

গহিন জলের অন্ধকারে ভাসিয়ে দিলাম

 

এই অবেলায়

তোমার দুহাত ধরবো বলে

শূন্য আকাশ সঙ্গী করে দাঁড়িয়ে আছি…