১. এই তো সেদিন অস্থিরতায়
কাটলো কটা দিন,
কথায় ছিলো ফুল্ল আগুন
বয়স অর্বাচীন।
২. তোমায় দেখে বুঝতে পারি
বয়স বাড়ার ঝড়
ঈশান কোণে কাঁপছে কালো
দৃষ্টি অনুর্বর।।
৩. তুমি বড় হলে সাধু
আমি ছোট চোর;
দুজনার দিকে চেয়ে আছে দুইটি কবর।।
১. এই তো সেদিন অস্থিরতায়
কাটলো কটা দিন,
কথায় ছিলো ফুল্ল আগুন
বয়স অর্বাচীন।
২. তোমায় দেখে বুঝতে পারি
বয়স বাড়ার ঝড়
ঈশান কোণে কাঁপছে কালো
দৃষ্টি অনুর্বর।।
৩. তুমি বড় হলে সাধু
আমি ছোট চোর;
দুজনার দিকে চেয়ে আছে দুইটি কবর।।
Leave a Reply
You must be logged in to post a comment.