তোমাকে দিলাম কয়েক বিন্দু ঘামের ঘ্রাণ
আমার পূর্বপুরুষ মাটি খনন করে ফলিয়েছে সভ্যতা
আমরা মাটি খনন করে পুঁতে রাখি গোলাপ।
আমাদের পূর্বপুরুষের ঘামে টুকরো টুকরো ইতিহাস
কোনোটি তিতুমীরের বাঁশের বিদ্রোহী কেল্লা
কোনোটি তেভাগার কমরেড মণি সিংহ, অমল সেন।
আমাদের পূর্বপুরুষের ঘাম থেকে সাম্যের পতাকা ওড়ে
তাদের প্রশস্ত উঠোনে ছিল প্রাণময় পাতাবাহার।
কারা গিয়েছিল স্বদেশি সংগ্রামে
কারা পবিত্র মাটির দোহাই দিয়ে বলেছিল Ñ
ভালোবাসার রক্ত দিলাম
আমাদের সন্তানদের রাত্রি পোহাক
জানালা গলে আসুক দুধ-ভাত নহর, শিশুকোমল রোদ
সেইসব খবরে ভরপুর ছড়ানো ঘামের পিঠ।
মুজিবুরের রেসকোর্স থেকে ঝড় উঠেছিল
অশীতিপর বৃদ্ধের লাঠি থেকে স্লোগান – জয় বাংলা
888sport appর পথের পাথর আর গাঁয়ের ভাটফুল থেকে – জয় বাংলা
হতদরিদ্র কৃষকের লাঙল থেকে – জয় বাংলা –
অগ্নিদগ্ধ ঘর থেকে ঈষ্ট জপের মতো মুজিবের সাহসী মন্ত্র পড়ে
আমাদের ছাত্র ও ছাত্রীরা সিনার তলে রেখেছে 888sport apps
যেমন রাখে সন্তান বুকে তার বিপন্ন মায়ের মুখ।
কান পেতে শোন আমাদের পূর্বপুরুষের অসংশয় অঙ্গীকার
স্বদেশের নির্মল প্রেম, অকুণ্ঠ চিত্তের প্রতাপধ্বনি –
এই নাও, তোমাকে দিলাম তাদের কয়েক বিন্দু ঘামের ঘ্রাণ
আলোকিত হতে না পারো অন্তত আমোদিত হও।

Leave a Reply
You must be logged in to post a comment.