দুটি প্রেমের 888sport app download apk

কাইয়ুম চৌধুরী

এক 

অবেলায় তুমি এলে

যখন জানালে

আমার চেতনায় তখনো সূর্যের আভা।

নদীজলে ঝিকিমিকি স্নান

পাখিদের ঘরে ফেরা সোনালি আলোতে

তখনো বাতাসে ইমনের তান

করুণা জাগায় হৃদয়তন্ত্রীতে।

তবু কেন বেলা-অবেলায়

সোনালি সবুজ বিছিয়ে দিয়েছ

তোমার গ্রীবায় –

তুমি তো দ্যাখোনি বিপুল সবুজ

চেনা আঙিনায়।

তুমি তো জানো না তার পরিমাপ

সবুজেই হারাবে তোমার

সহস্র গোলাপ \

দুই

বাইরে নিকষ কালো

আষাঢ়ের ঘন অন্ধকার।

দাঁড়িয়ে তুমি তোরণপাশে

বেরিয়ে এসেছ গানের শেষে।

ঘননীল ছায়া কামিনী গাছে

আমার হৃদয়ে কেন

বারবার –

নামে অন্ধকার।

কবেকার ভালোবাসা পড়ে না 888sport app

এখনো উজ্জ্বল হৃদয়ে অাঁকা।

জল888sport app আলোতে কেন মুখোমুখি

হাতে হাত ওষ্ঠে ওড়ে পাখি –

সবই কি ছলনা, মৃদু হাসি

চোখে প্রীতি,

সবকিছু নিথর, আমার ভিতর

এই কি নিয়তি?