নতুনের বার্তা শুনি

পৃথ্বীশ চক্রবর্ত্তী

নতুনের বার্তা শুনি আমি – এই বুকের ভেতর
সেখানে আকাশ আছে, আলো-আঁধারের তাতে খেলা
আছে মেঘ, আছে বৃষ্টি, আছে মেলা, বেলা ও অবেলা
সেখানে নির্ধন-ধনী কিংবা নেই ব্রাহ্মণ-মেথর।

সেখানে ওইদিন ভোরে হয় পান্তা-ইলিশ খাওয়া
পিঠা খাওয়ার আড্ডা হয়, মিষ্টি হয় বিতরণ
শুধু হয় না রমনা বটমূলে বোমা বিস্ফোরণ
দেখিনি তো সবুজের বুক চিরে রক্তের যাওয়া।

প্রতি পয়লা বোশেখে সেখানেও নববর্ষ আসে
888sport app download apkও পাঠ হয়, জমে নাচ-গানের আসর
নাটক মঞ্চস্থ হয়, বেজে ওঠে ঝাঁঝর-কাঁসর
সেখানের 888sport apps লাল-সাদা-নীল রং হাসে।

সেখানেও এখানের মতো হয় প্রেম লেনদেন
যেখানে জীবনানন্দ আর থাকে বনলতা সেন।