888sport promo code ও হলুদ ফুল

রফিকুন নবী 888sport appsের সমকালীন চিত্রের ভুবনে এক শীর্ষ888sport live chatী। তিনি রোমান্টিকতাকে পরিহার করে ছবি আঁকেন। বাস্তবধর্মিতা তাঁর সৃষ্টির প্রধান গুণ। এই ধারার ছবি অঙ্কনে তিনি যে-দক্ষতা প্রদর্শন করেছেন তা এই 888sport live chatীকে খ্যাতির শিখরে নিয়ে গেছে। জীবনের নানা অনুষঙ্গকে তিনি সন্ধান করেছেন নদী, নিসর্গ ও সাধারণ মানুষের প্রাত্যহিক সংগ্রামের মধ্যে।

জলরং, কাঠখোদাই ও তেলরঙের কাজে তিনি পারদর্শিতা ও সিদ্ধি অর্জন করেছেন। ষাটের দশকে 888sport appsের স্বরূপ-অন্বেষার আন্দোলনের সময় থেকে তাঁর সামাজিক অঙ্গীকারের চেতনা প্রখর হয়েছে। জলরঙে যে-কজন হাতেগোনা 888sport live chatী চারিত্রিক বিশিষ্টতা অর্জন করেছেন তিনি তাঁদের একজন। রফিকুন নবী বিশেষ খ্যাতি অর্জন করেছেন রনবী নামে কার্টুনিস্ট হিসেবে। ‘টোকাই’ চরিত্র সৃষ্টি তাঁর বিশেষ কীর্তি।

১৯৬৪ সালে তিনি চারুকলা ইনস্টিটিউট থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। ১৯৭৩-৭৬ সালে গ্রিসের এথেন্স স্কুল অব আর্টস থেকে ছাপচিত্রে উচ্চতর শিক্ষা অর্জন করেন। এই শিক্ষাগ্রহণ তাঁর 888sport live chatচৈতন্যে নবমাত্রা সঞ্চার করেছিল।

প্রচ্ছদের ছবিটি অ্যাক্রিলিক মাধ্যমে ২০১০ সালে আঁকা। সংগ্রাহক আবুল খায়ের।