মাধ্যম : কাগজে তেলরং
888sport appsের চিত্রকলায় বিমূর্ত অঙ্কনরীতির পরিচর্যায় যাঁরা অগ্রসর তাঁদের মধ্যে মোহাম্মদ কিবরিয়া প্রথম সারির। মূলত তাঁর হাতেই এদেশের আধুনিক 888sport live chatচর্চা পরিশীলিত হয়েছে। কিবরিয়া দ্বিমাত্রিকতার প্রকাশ-ক্ষমতাকে অনবরত পরীক্ষা-নিরীক্ষা করে তাঁর ছবির নিজস্ব জ্যামিতি সৃষ্টি করেছেন। সে-জ্যামিতি তাঁর ভাবনার দৈর্ঘ্য-প্রস্থ ও গভীরতার পরিচায়ক।
আধুনিক চিত্রকলায় রং একটি ফর্ম হিসেবে বিবেচিত হয়। কিবরিয়ার ছবিতেও রং তাঁর ভাবনা-মনন এবং নান্দনিকতার গভীর ভুবনকে প্রকাশিত করে। সেক্ষেত্রে ফর্ম হয়ে ওঠে আরো অর্থবহ এবং বর্ণলেপনের পদ্ধতির কারণে তাঁর ছবির আবহ গম্ভীর ও প্রশান্ত হয়ে ওঠে। তাঁর ছবির বিষণ্ন বাস্তবতাও তাঁর জীবন থেকেই উৎসারিত।
মোহাম্মদ কিবরিয়ার জন্ম ১৯২৯ সালের ১ জানুয়ারি, পশ্চিমবঙ্গের বীরভূমে। ১৯৫০ সালে কলকাতা আর্ট কলেজ থেকে স্নাতক হন। পরে ১৯৬২ সালে জাপানের টোকিও ললিতকলা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা নেন। জাপানে অবস্থানকালে তিনি লাভ করেন অত্যন্ত সম্মানজনক ‘স্টারলেম 888sport app download bd’। ১৯৫৪ সালে তিনি চারুকলা ইনস্টিটিউটে শিক্ষক হিসেবে যোগ দেন। শিক্ষকতার সঙ্গে জড়িয়ে আছেন পঞ্চাশ বছর ধরে।
কিবরিয়া ১৯৫৭ ও ১৯৫৯ সালে করাচিতে অনুষ্ঠিত জাতীয় চারুকলা প্রদর্শনীতে অংশ নিয়ে প্রথম 888sport app download bd লাভ করেন। ছবিটির সংগ্রাহক আবুল খায়ের।


Leave a Reply
You must be logged in to post a comment.