ঘুমিয়ে আছেন পিতা টুঙ্গিপাড়ার স্নিগ্ধ ঘাসে
তাঁরই কণ্ঠস্বর আজো প্রতিধ্বনি বুকের বাঁপাশে।
মৃত্যু মুছে দিতে পারে এমন অক্ষয় ভালোবাসা!
পারে না বলেই আজো বাঙালির বুকে জাগে আশা।
তিনি তো আছেন প্রতি নিশ্বাসে-বিশ্বাসে।
মানুষের জাগরণে, প্রগতির আন্দোলনে উজ্জ্বল উদ্ভাসে।
কোটি কোটি মানুষের অন্তরে অনির্বাণ যাঁর অবদান
তিনি তো সূর্যই, তাঁর মৃত্যু হলে পৃথিবীর হবে অবসান।
মহান জাতির পিতা আজো স্বপ্নে আসে
প্রতিদিন সূর্যস্নাত সকালের ঘাসে!
মৃত্যুতে তোমাকে ওরা মুছে দেবে? এ যে অসম্ভব!
মুক্তিকামী পৃথিবীতে এখনো তোমারই জয়স্তব।
আজো প্রতিদিন তাই চির888sport app download for androidের মহিমায়
ইতিহাস নিরন্তর তোমারই গৌরব লিখে যায়।
মানুষের মুক্তিমন্ত্র যে কণ্ঠে জীবন্ত
তাঁকে কে মারতে পারে!
মুছবে না কোনোদিন তোমার অস্তিত্ব পিতা
কোনো অন্ধকারে।
পিতা তুমি মৃত্যুহীন নিত্য চিরঞ্জীব
যেখানে বাঙালি আর এই বঙ্গদেশ, সেখানেই
মহান মুজিব।

Leave a Reply
You must be logged in to post a comment.