ভুলে যাও আগে কারা পূজা করেছিল তোমায়
মনে করো – আজ তব নবজন্মের দিন
আজি পদার্পণ যৌবনে
এবং আমিই প্রথম পূজারি।
ভুলে যাও কার ঠোঁটে লেগেছিল ডুমুরের চুম্বন
কোনো কামনা-জর্জরিত পুরুষ ধরেছিল তোমার হাত
ভালোবেসে কে জড়িয়ে ধরত অবাধ্য আবেগে।
ভুলে যাও যার প্রেমে বিভোর হয়ে
তুমি চেয়েছিলে সম্রাজ্ঞী হতে
ভুলে যাও সমস্ত পুরনো 888sport sign up bonusর পাণ্ডুলিপি।
তোমার প্রেমের দেবতা এরিস হয়ে
নবসৃষ্টির সূচনা করব তোমায় নিয়ে
উপড়ে ফেলব সেইসব অঙ্গ
যেখানে স্পর্শ করেছিল অন্যেরা
ধ্বংস করব সবকিছু, দিয়েছিল যা তোমায় ব্যথা।
সুনিপুণ 888sport live chatীর মতোই সাজাব তোমায়
দেবতার প্রেমে তোমায় নাচাব
ভুলিয়ে দেবো তোমার অতীতের দুঃখ সব।
সবশেষে
তোমায় বসানো হবে এক মণ্ডপে
যেখানে পূজারি বলতে কেবল আমি
এবং শুধুই আমি।

Leave a Reply
You must be logged in to post a comment.