ভাবতে ভালো লাগছে যে, কালি ও কলম তার অভিযাত্রায় দশ বছর অতিক্রম করল। এটা নিশ্চয় একটা বড় মাইলফলক পেরোনো। কালি ও কলম এই সময়ের মধ্যে একটা বিশিষ্টতা অর্জন করেছে। 888sport appsে এবং 888sport appsের বাইরে পত্রিকাটি যে-সমাদর লাভ করেছে, তা আমাদের পক্ষে শ্লাঘার কথা। তবে আমরা চাই, কালি ও কলম আরো বেশি মানুষের কাছে পৌঁছোক। বাংলাভাষার বিশিষ্ট 888sport live footballিকেরা কালি ও কলমে প্রথম থেকে লিখে এসেছেন। সেজন্য তাঁদের কাছে আমরা কৃতজ্ঞ। তেমনি অনেক তরুণ ও প্রতিশ্রুতিশীল লেখকেরাও পত্রিকার পাতায় স্থান করে নিয়েছেন। তা আমাদের অশেষ তৃপ্তি দিয়েছে। তরুণদের জন্য কালি ও কলম কেবল জায়গা তৈরি করে দিয়েছে, তা নয়। এইচএসবিসি-র সঙ্গে মিলে তরুণ লেখক 888sport app download bd প্রবর্তন করে তাদের 888sport live football সাধনায় উৎসাহ দিয়েছে। বেঙ্গল পাবলিকেশন্স প্রতিষ্ঠা করে প্রকাশনা ক্ষেত্রে যে-জায়গা আমরা করে নিয়েছি, তাও প্রবীণ ও তরুণ লেখকদের জন্য উন্মুক্ত।
কালি ও কলম ওয়েবসাইটেও উৎসাহী পাঠক-পাঠিকা নিয়মিত পত্রিকা পাঠ করে নিতে পারছেন। এতে করে পৃথিবীর প্রত্যন্ত অঞ্চলেও কালি ও কলম পৌঁছে যাচ্ছে।
আজ কালি ও কলমের সকল পাঠক, লেখক, চিত্র888sport live chatী ও বিজ্ঞাপনদাতাকে আমি ধন্যবাদ দিই। সেই সঙ্গে কৃতজ্ঞতা জানাই এর সম্পাদনা ও প্রকাশনার সঙ্গে যুক্ত সবাইকে।
সকলের শুভেচ্ছা নিয়েই আমরা সামনের পথে পাড়ি দিতে চাই।
আবুল খায়ের

Leave a Reply
You must be logged in to post a comment.