প্রশ্নান্তরে

জীবন থেকে পালিয়ে কত দূর যাওয়া যায়?

ওইখানে, ঘটে কি আবির্ভাব কোনো মোহন দৃশ্যের?

নিরালায় কখানো কি বাজে লোকান্তরের গান – বিশ্রুত সুরে?

পেয়েছ কি তবে প্রান্তরব্যাপী শ্রেণিকক্ষের খোঁজ?

তাহলে কোথায় দিয়েছ ডুব?

কোন অদেখা ভুবনের আলো মেখে নিচ্ছ গায়ে?

এখানে, ফিসফাস করে আনমনা হেমন্তের হাওয়া

ইতস্তত জ্বলে ওঠে গুচ্ছ গুচ্ছ 888sport sign up bonusর জোনাকি

অনন্ত অভিমানে গলে যায় স্নিগ্ধ শিশির

অভিনব সান্নিধ্যের অতুল উষ্ণতায় …

মাথার ওপরে উজ্জ্বল হয়ে আছে রাসপূর্ণিমার চাঁদ তার সমস্ত জোছনা আজ তোমার নামে লিখে দিলাম …