চোখের উপর হাত চাপা দিয়ে
জেগে ঘুমাও কেন?
খোলা জানালার মতো তোমার শরীর মনের সবগুলো জানালা খুলে দাও।
সময়ের সঙ্গে সঙ্গে
তোমারও সব কিছু হাসে
ঘুমের পাহারায় না থেকে কারো শরীরের পাহারায় থাকো তুমি,
অতীতের ধুলোগুলো উড়তে থাকুক।
জীবনে গাঁথছো তুমি সুখ ও আনন্দ, গাঁথছো পাখির ডাক আর নদীর
গান গেয়ে চলা।
এই পৃথিবীর সুউচ্চ পাহাড়ের
অক্ষরের উচ্চতায় লিখে রাখতে চাও নিজের নাম।
ফুল, পাখি, জোনাকি, সাগর, নদী, পাহাড় ঝরনার কাছে
সাক্ষাৎকারে কী তুমি উচ্চারণ করো?
কার আঙুলের ছন্দে
সখেদে লিখে রাখো নিজের জীবন?
প্রেমের ঝড় ও কাঁপনে
কী তুমি করো সৃজন?

Leave a Reply
You must be logged in to post a comment.