ফুলগন্ধ অন্ধকার

কল্পনার আল্পনায় সাজিয়েছি তোমাকে
যে আমি তোমার আদরের অন্তর্জন্তু।
প্রতিশ্রুত সমুদ্র দেখাতে দ্বিধা যাকে,
নভো-কুৎসিতে সে তো ছিল তোমার
মাটিমধুর অববাহিকা।
কতটা উদার-উদাস হলে
তুমি পাবে তার আত্মার আওয়াজ,
জানা নেই সম্প্রচারসভ্যতার!
মরচে ধরা নীলিমায় নিঃশব্দ তারার দামামা
পরিদের পা বেয়ে পৃথিবীতে নামে
নক্ষত্রনিদ্রার সুররস; মধুর তামস।
অভাবের দেশে আলোর বাতাসায়
ঝনঝন করে ওঠে আমাদের ভিখারি-বাসন।
ক্ষুধা-রক্ত আর রিরংসার রেসিপিতে
জমে ওঠে যুদ্ধভোজ।
ঘৃণাই যুদ্ধের বাপ-মা,
এত এত প্রকাশ ঘৃণার
অথচ পৃথিবীর প্রতিটি সিনেপ্লেক্সে
চলছে-চলবে বিরতিহীন প্রেমের পিকচার।
রাতদিন জঙ্গলে বাঁচি
আলাদা করে তাই বাঁচাইনি বনবিবি।
পাতাদের 888sport world cup rate 888sport app download apkয় লিখে রেখে
কাটা সব গাছের গোড়ায় নিবেদন করি
মানুষের রক্তমাখা পুষ্পের করোটি।
রৌদ্র ও ছায়ার নোনা নটে ডাক শুনি
লাশসিক্ত আমাদের অনন্ত আগামীর,
বাঁচি বা না বাঁচি কী লাভ-ক্ষতি কার!
আপাতত আনন্দ অপার
যেতে হবে দূর বহুদূর
আমরা একপাল আলোর আহার।