শ্যামল শোভার নদী একে একে মেশে এসে যে সমুদ্রে
শোভিত সে-সমুদ্রও অপলক দ্যাখে যার রূপের উদ্ভাস
সে অতুল বঙ্গ888sport promo code, সবুজ কাঁটার ঝাড়ে গ্রীবাউঁচু ফুল।
যদিও সৃজনীপ্রভা তার উপেক্ষিত স্বীকৃতির প্রতিবন্ধী চোখে
জীবনের খরপথে অবিরাম হেঁটে হেঁটে বিক্ষত পা
প্রকৃতিপ্রেম ও 888sport live chatচেতনার নিভৃত আকর
সে জ্বলে প্রেমের মোতি প্রেমিকের চোখে
সে তার আপন চোখে ছেঁড়ে তবু শাদা অন্ধকার
স্বজনের সেতু হয়ে সে বাঁচে অসীমকাল শস্য আবাহনে
সন্তানের মাথায় হাতটি রেখে।
এই কথা মানি
অনিন্দ্যসুন্দরী তুমি বঙ্গ888sport promo code, নিবিড় কল্যাণী!

Leave a Reply
You must be logged in to post a comment.