বন্ধ করতে হবে
অতিরিক্ত যা-কিছু
অবশিষ্টরা অপেক্ষমাণ
দূষণের তালিকায় সেঁটে দাও বিদগ্ধদের নাম
যে-ছবি চিৎকার করছে বন্ধুত্বের
তাকে হৃদয় দাও।
মুদ্রায় নাম লেখা বন্ধ করো
চাঁদে যাওয়া বন্ধ করো
খাদ্যের গায়ে নাম লেখা বন্ধ করো
সূচিপত্র আর নির্ঘণ্ট দিয়ে জীবন চলে না
বাহবা দেওয়া বন্ধ করো
অভিধান বারবার বদলে যায়
বানানরীতি আর জিহ্বার নৃত্য
বন্ধ করতে হবে মৃতদের সৎকার
তাদের ঘরের বাক্সে রাখতে হবে
আনুগত্য একটা অশ্লীল তৃষ্ণা
তার অঙ্কুরোদ্্গম বন্ধ করতে হবে
ক্ষুধা পরিবর্তনশীল
স্বপ্ন শুকিয়ে জ্বালানি
আকাক্সক্ষা বহুমূত্র রোগে ভুগছে
কথা বলা বন্ধ করতে হবে
অচেনাকে চেনা বন্ধ করো
অজানার শ্রাদ্ধদিনে উপস্থিত থাকো
ঘণ্টা বাজানো বন্ধ করো
গুলি অস্ত্রের অলংকার
বুক পাতা বন্ধ করো
সাপ ধরা বন্ধ করো
শত্রুর চেয়ে বড় বন্ধু নেই
প্রার্থনাবার বদলে দাও
তোমার ইচ্ছেমতো যাও
আর নিজের স্তোস্ত্র গাও
শেখানো প্রার্থনা স্বৈরাচার
ইশারা বন্ধ করো
নির্জনতা বন্ধ করো না
সেখানে অসীম থাকেন
কোলাহল বন্ধ করো না
সেখানে নৈঃশব্দ্যের বাড়ি
দুর্গ বন্ধ করো
পাঠাগার বন্ধ করো
সব জায়গায় রক্তের দাগ
বই জ্ঞানের প্রতিদ্বন্দ্বী
অক্ষরগুলো মূল্যহীন
ভাষা এক অমার্জিত ইঙ্গিত
চোখ বন্ধ করো
ক্ষমা এক অশুভ চর্চা
ঘুমিয়ে নাও
জাগরণ বন্ধ করো
888sport apkের বাজনা থামাও
কৃত্রিম বুদ্ধির রোবটগুলো ক্ষুধার্ত
তারা পৃথিবী ভাগ করবে
আবেগের প্রতিদ্বন্দ্বী প্রভু
প্রতিযোগিতা বন্ধ করো না
ঘোড়াগুলো ক্লান্ত আর অসহায়
ওদের ধূমপান করতে দাও অন্তিম অবধি
মৃত্যু বন্ধ করো না
পুনরুত্থান বন্ধ করো
সভ্যতার শত্রু সেলাইকল
সেলাই বন্ধ করো
দিনগুলোতে তালা দাও
রাত্রির দরোজা খুলে দাও
নতুন সংবাদ আসবে
প্রেম প্রতিভার প্রতিদ্বন্দ্বী
ভালোবাসা একদেশদর্শী
ইচ্ছে হলে পান করো অগ্নিশিখা
পাখি হও
কিন্তু ওড়া বন্ধ করো
আশ্রয়ের সাথে প্রতারণা বন্ধ করো
আর কত অপেক্ষা বন্ধ করতে হবে
কাঠকয়লায় লিখতে হবে নাম
জীবন বলে যদি কিছু থাকে তা বন্ধ করো
শূন্যতার চেয়ে বড় কোনো অনুভব নেই
আর এই 888sport app download apkও বন্ধ করো
তা কখনোই নিরাপদ নয়

Leave a Reply
You must be logged in to post a comment.