ছেলেটিকে পেরিয়ে হেঁটে যেতে যেতে মেয়েটি

বারবার আলতো হাতে খোঁপা বাঁধছে,

আর বারবার খুলে যাচ্ছে

তার হালকা, খয়েরি, ফাঁপানো চুল।

খুলে, এঁকেবেঁকে পড়ছে পিঠের মাঝবরাবর।

এই পুরো ঘটনাটার মধ্যে একটা আহ্বান আছে

একটা চাপা যৌন উত্তেজনা

কেননা মেয়েটির শিরদাঁড়া বরাবর গভীর খাঁজ

আর ছেলেটি তার পরিচিত নয়।