কিছু লিপি নষ্ট হয়েছে, মানবজন্মে তো এ-রকমই হবার কথা!
এই সুবিস্তৃত ইহলোক, রাধিকারমণ, হাত-বাড়ানো শিশু
চরাচরব্যাপ্ত কথকতা
সব কিছুর অনুলিপি হবে না!
সমতল মানুষই আকাশ দ্যাখে, আকাশ তো মানুষকে দ্যাখে না,
এখনো এ পৃথিবী মেঘে রৌদ্রে আকাশপুতুল,
প্রতিটি দিবসই তার সদ্যোজাত ব্যথা!
কিছু লিপি ভ্রষ্ট হয়েছে
এ জন্মে তো এ-রকমই হবার কথা! যদি বলি
হে সবিতৃ! আজও আমি কণামাত্র তোমাকে লিখিনি, যদি বলি
এত অশ্রু সাগরে দিয়েছি, তবু ওই তিনভাগ জলের পৃথিবী
কিছুইতো দিলো না আমাকে, হয়ে উঠলো না কবি
– তাকি সত্যি বলা হবে? ভুল 888sport app download apkর জঞ্জাল উপমা
দামাল অরণ্যগাথা, ব্যাঘ্রমনস্কতা শিকারীর, নিদেন খানিকটা ঝরনা
সব তারা দূরে সরে যাক, জল-লুকানো কচুরিপানা
কখনই যেন আর শব্দের অসুখ না হয়!
এত সাদা কাগজ, কালি অফুরান, তবু এখনো হলো না বর্ণপরিচয়!

Leave a Reply
You must be logged in to post a comment.