বিভ্রমের হাত কাঁপে

বিভ্রমের হাত কাঁপে

গুছিয়ে রেখেছি ষড়ঋতু ভালোবাসা

অথচ এখন ষড়যন্ত্র

যুদ্ধজয়ী হাত আজ মারণাস্ত্র প্রেমিক

খুন করে অনাগত স্বপ্ন বিশুদ্ধ সুন্দর

খুন করে আত্মজা ও জয়ীষ্ণু জননী

স্বর্গীয় ফুল থাকার কথা অথচ বিষাক্ত কাঁটা

বাড়িয়ে দিয়েছি সুখ

ফিরে আসে নৈঃশব্দ্যে নিন্দিত ব্যথা

শীতল অনুভূতি ছড়াতে দেখি

হাত ভরা কষ্টের আগুন

ফিরে ফিরে দেখি প্রতিশ্রুতিগুলো

বীভৎস অন্ধকার

যতবার গর্ভজাত রশ্মি ছড়াতে চেয়েছি

দেখেছি দু-হাত সংকুচিত, বিমথিত

শুধু ভুলজন্মে বেঁধে রাখা মানবজীবন।