কালীকৃষ্ণ গুহ
‘বিরোধাভাস নিয়ে আমার খেলা -’
বলেছিলেন অলোকরঞ্জন
এখনো তাঁর লেখার কাজ বাকি
এই হেমন্তে শীতের অরন্ধন।
বিরোধাভাস মেঘে ও বিদ্যুতে
অন্ধ 888sport promo code আকাশপ্রদীপ জ্বালেন
সমগ্রতার মধ্যে গ্রীষ্মকাল
আত্মত্যাগের হরিশ্চন্দ্রপালা।
অন্ত্যমিলের মধ্যে আসন পাতা
কে তাকে ভাঙে কে তাকে গড়ে ফের
এই প্রশ্ন নিয়ে তরুণ কবি
নিজেকে ভাবে যাত্রী দিগন্তের।
পুরোনো কথা পুরোনো ছবিগুলি
মেলে ধরতে ইচ্ছে হয় আবার
সব হারিয়ে দাঁড়ায় আগন্তুক
পশ্চিমে ওই অস্তাচলের আভা।

Leave a Reply
You must be logged in to post a comment.