বি888sport app download for android

উৎপলকুমার বসু

কত না নৈকট্যবোধে দূরত্ব বজায় রাখি, বুঝে দ্যাখো।

মৃত আত্মীয়দের পাশ থেকে অবশ্যই দূরে থাকি, বিদায়ী
বন্ধুদের মনেও পড়ে না, শিউলি ঝরার আগে
‘কাজ আছে’ এই অজুহাতে স্টেশনে পালিয়ে যাই,
যাত্রীদের কেউ কি আমাকে চেনে? শহরে যাচ্ছে তারা,
কতজন ফিরে এলো, একে-তাকে প্রশ্ন করি
ক’টা বাজে ভাই, অথচ সামনেই বড় ঘড়ি, আলোয়
উজ্জ্বল, কতকাল ঝরনা দেখিনি তাই লেখাপড়া ভুলে গেছি,
দিনক্ষণ তা-ও তো জানি না।